পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম খণ্ড । * ििक्षथ् ।। " ৭৩ মধ্যস্থানে একটী ত্রিকোণ মণ্ডল করিয়া, তাহার মধ্যে একটী বিন্দু জঙ্কিত করিবে। পরে ঐ ত্রিকোণমণ্ডলের উপরে আর একটী ত্রিকোণমণ্ডল করিয়া ঘটুকোণাকার মণ্ডল করিবুে। তৎপরে উহার বাহিরে একটা গোলাকার বৃত্ত মণ্ডল করিয়া বেড় দিবে। তদনন্তর ঐ বৃত্তের গাত্রে অষ্টদলপদ্ম অঙ্কিত করিবে। তৎপরে তাহার বাহিরে দুই দুইটী রেখা অঙ্কিত করতঃ প্রান্তস্থানের চারিদিকে দ্বারচতুষ্টয় করিয়া বজ্রভূপুর অন্ধন করিবে এবং স্থণ্ডিলের বহির্ভাগে উত্তরাগ্র ও পূৰ্ব্বাগ্র করিয়া তিন তিনটী রেখা ভাঙ্কিত করিবে । তান্ত্রিক সংক্ষেপ হোম । কুণ্ড অথবা স্থণ্ডিল নিৰ্ম্মাণ করিয়া বীক্ষণাদি সংস্কার করিবে। যথা—মূল মস্ত্রে অবলোকন, “ফটু” এই মন্ত্রে তাড়ন এবং মূলমন্ত্রে প্রোক্ষণ করিয়া “হুং” এই মন্ত্রে পুনরায় অভূক্ষণ করিবে । তৎপরে মূলমন্ত্র উচ্চারণ পূৰ্ব্বক “ওঁ কুণ্ডায় নমঃ" এই মন্ত্রে পূজা করিয়া পুৰ্ব্বাঞ্জ ও উত্তরাগ্র তিন তিনট রেখা দিবে। পূর্বাশ্ররেখাত্রয়ে দক্ষিণাদি ক্রমে পূজা করিবে,—ওঁ মুকুন্দায় নমঃ, ওঁ ঈশানায় নমঃ, ওঁ পুরন্দরায় নমঃ । তদনন্তর উত্তর গ্রে-রেখাত্রয়ে,—ওঁ ব্ৰহ্মণে নমঃ, ওঁ বৈবস্বতায় সমঃ, ও ইন্দবে নমঃ, এই ক্রমে পূজা করিবে । সুন্দরীবিষয়ক হোমে সৰ্ব্বত্র ষটুতারী মস্ত্রে পূজা করিবে। যট্তারী মন্ত্র যথা—ঐ ক্ৰী শ্ৰী ঐ ক্লী সোঁ: ব্রহ্মণে নমঃ । তৎপরে কুণ্ডমধ্যে ষট্রকোণ, তদ্বাহে বৃত্ত প্রভৃতি যাহা অঙ্কিত করা হইয়াছিল, তাহার উপরে মূলমন্ত্রে পাঁচবার পুষ্পাঞ্জলি প্রদান করিবে । সুন্দরীপক্ষে বালাবীজে পঞ্চপুষ্পাঞ্জলি দিতে হয় । 誓 অতঃপর “ওঁ” এই যন্ত্রে হোমের দ্রব্য সমুদয় প্রোক্ষণ করিয়া বহ্নির যোগপীঠ পূজা করিবে। যথা কর্ণিকোপরি –এতে গন্ধপুষ্পে ওঁ আধার শক্ত্যাদিপীঠদেবতাভো নমঃ । (এইক্রমে) অগ্ন্যাদি কোণ চতুষ্টয়ে ধৰ্ম্মায়, জানায়, বৈরাগায়, ঐশ্বৰ্য্যায়। পূৰ্ব্বাদিদিক চতুষ্টয়ে অধৰ্ম্মায়, অজানায়, অবৈরাগ্যায়, অনৈশ্বৰ্য্যায়। মধ্যে অনস্তায়, পদ্মায়, অৰ্কমণ্ডলায় দ্বাদশকলাত্মনে, উং সোমমণ্ডলায় ষোড়শকলাত্মনে, মং বহ্নিমণ্ডলায় দশকলাঙ্গনে, কেশর ও পুৰ্ব্বাদিমধ্যে পীতায়ৈ, খেতায়ৈ, অক্ষণায়ৈ, কৃষ্ণায়ৈ, ੇ,