পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৭৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

=শুল্লোহিত-দক্ষপণ । تعقیب سنتی اختصاصات পঞ্চম খণ্ড । _ --اس-حمایت همهجویی محص বৃহন্নন্দিকেশ্বর-পুরাণোক্ত দুর্গাপূজা । কল্পারস্ত—কৃষ্ণনবমী, প্রতিপৎ, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং কেবল মহাষ্টমী ও কেবল মহানবমী ; এই সাত প্রকার কল্পারস্তের বিধি আছে । যাহাদের যে দিনে কল্পারস্ত করিবার নিয়ম, র্তাহারা সেই দিনেই কল্পারস্ত করিবেন। কৃতনিত্যক্রিয় যজমান উত্তরমুখ হইয়া উপবেশনপূর্বক স্বস্তিবাচন করিবেন,—ওঁ কৰ্ত্তব্যেহস্মিন বার্ষিক-শরৎকালীন-শ্ৰীভগবদ গাপূজাকণি পুণ্যাহং ভবন্তোহধিব্রুবস্তু। ওঁ পুণ্যাহং ইত্যাদি ৷ অনন্তর সংকল্প করিবে, যথা— বিষ্ণুরোম্ তৎসদদ্য আশ্বিনে মাসি কৃষ্ণেপক্ষে নবম্যাত্তিথাবারভ্য মহানবমীং যাবৎ অমুকগোত্রঃ সদারাপত্যঃ শ্ৰীঅমুকদেবশৰ্ম্ম শ্ৰীভগবদ গাগ্ৰতিকামঃ প্রত্যহং বার্ষিকশরৎকালীন-শ্ৰীভগবদ গাপূজাকৰ্ম্মাহং করিয়ে । সঙ্কল্প স্বত্তাদি পাঠ করিবে । পরে যেরূপ চণ্ডীপাঠের নিয়ম আছে, সেই কয়রূপ আবৃত্তি চণ্ডীপাঠের ও যতসংখ্যক দুর্গানাম জপের নিয়ম আছে, তাহার সংকল্প করিবে । তৎপরে পুজক ও তন্ত্ৰধারককে বরণ করিয়া দিবে। কিন্তু এখন সৰ্ব্বত্রই সপ্তমীপূজার দিন বরণের প্রথা হইয়াছে,—সেরূপ হইলে তাহাই করিবে । তৎপরে পুজক জাসনে বসিয়া চণ্ডীর ঘটস্থাপন পূর্বক যথাশক্তি পুজাদি করিয়া চণ্ডীপাঠাদি করিবে । এই ষষ্ঠীর দিন পৰ্য্যন্ত লৌকিক নিয়মে পূজা করবে। কেবল বিশেষ এই মে,—দেবীসম্প্রদাল উৎসর্গবাক্যে প্রতিপদে চিরুণী ও গন্ধদ্রব্যসমন্বিত মাথাবলী দ্রব্যাদি । দ্বিতীয়ায় কেশবন্ধনার্থ পক্টডোর । 8."