পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৭৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৫৮
পুরোহিত-দৰ্পণ।
৫ম খণ্ড।

তৃতীয়ায় ভূষনার্থ আলতা, দর্পণ, সিন্দুর প্রভৃতি। চতুর্থীতে কজ্জল, মধুপর্ক, রৌপ্যবিনির্ম্মিত তিলকাদি এবং পঞ্চমীতে মাখিবার জন্য চন্দন, পুষ্পমাল্য প্রভৃতি নিবেদন করিয়া দিবে।

 নবমী-বোধন—আর্দ্রানক্ষত্রযুক্ত নবমীতিথিতে বোধন করিবে। নবমীর বোধনেও ষষ্ঠীর বোধনের ন্যায় সঙ্কল্পাদি সমস্ত কার্য্যই করিবে। বিল্ববৃক্ষাদির পূজা করিয়া পাঠ করিবে।—

 ওঁ ইষে মাস্যসিতে পক্ষে নবম্যামার্দ্রযোগতঃ। শ্রীবৃক্ষে বোধয়ামি ত্বাং যাবৎ পূজাং করোম্যহম্॥—এই বিশেষ মন্ত্র পাঠ করিয়া “ঐ” রাবণস্য বধার্থায় ইত্যাদি ষষ্ঠীর বোধনোক্ত সমস্ত মন্ত্রাদি পাঠ করিবে।

 ষষ্ঠীর বোধনপ্রয়োগ,—সায়ংকৃত্য সমাপনান্তে বিল্ববৃক্ষসমীপে গমন করিয়া উত্তরাস্য হইয়া উপবেশনপূর্বক আচমনাদি কবতঃ স্বস্তিবাচন করিবে—ওঁ কর্ত্তব্যেঽস্মিন বিল্ববৃক্ষে বাৰ্ষিকশরৎকালীন শ্রীভগবদ্দুর্গা-মহাপূজাকর্ম্মাঙ্গভূত-শ্রীভগবদ্দুর্গায়া বোধনকর্ম্মণি পুণ্যাহং ভবন্তোঽধিব্রবন্তু। ওঁ পুণ্যাহং— ইত্যাদি। “ও স্বস্তি ন ইন্দ্রো”—“ওঁ সূর্য্যঃ সোমো” ইত্যাদি মন্ত্রদ্বয় পাঠ করিয়া সঙ্কল্প করিবে—

 বিষ্ণুরোম্ তৎসদদ্য আশ্বিনে মাসি শুক্লে পক্ষে ষষ্ঠ্যান্তিথৌ অমুকগোত্রঃ শ্রীঅমুকদেবশৰ্মা (অমুকগোত্রস্য শ্রীঅমুকদেবশর্মণঃ) শ্রীভগবদ্দুর্গাপ্রীতিকামঃ কর্ত্তব্য-বাৰ্ষিকশরৎকালীন-শ্রীভগবদ্দুর্গা-মহাপূজাকর্ম্মণি বিল্ববৃক্ষে শ্রীভগবদ্দুর্গায়া বোধনকর্ম্মাহং করিষ্যে।

 স্বশাখোক্ত সংকল্পসূক্তাদি পাঠ করিয়া, সামান্যার্ঘ্য ও আসনশুদ্ধি করিবে। পরে “ফট্‌” এই মন্ত্রে বামপদাঘাতদ্বারা ভৌম বিঘ্ন এবং দিব্যদৃষ্টি দ্বারা অন্তরীক্ষের বিঘ্ন বিদুরিত করিয়া উৰ্দ্ধোৰ্দ্ধতালত্রয় দিবে এবং ছোটিকা দ্বা্রা দশদ্বিগ্বন্ধন করিয়া শ্বেতসর্ষপ লইয়া নিম্নলিখিত মন্ত্রদ্বয় পাঠ করিয়া তাহ বিকীর্ণ করিয়া ভূতাপসারণ করিবে, যথা—

 ওঁ বেতালাশ্চ পিশাচাশ্চ রাক্ষসাশ্চ সরীসৃপাঃ। অপসর্পন্তু তে সর্ব্বে দুর্গাস্ত্রেণৈব তাড়িতাঃ॥

 ওঁ অপসৰ্পন্তু তে ভূতা যে ভূতা ভুবি সংস্থিতাঃ। যে ভূত বিঘ্নকর্ত্তারস্তে নশ্বন্তু শিবাজ্ঞয়া॥

 পরে ভূমিতে সিন্দূর তিলক দিয়া,—“ওঁ ভূতেভ্যো নমঃ” বলিয়া পঞ্চোপচারে পূজা করতঃ মাষভক্ত লইয়া—"এষ মাষভক্তবলিঃ ওঁ ঐং আং ভূতেভ্যো Schowdhury081 (আলাপ) ০২:১০, ২ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)