পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম খণ্ড । " 鹹 বিবিধ । । Գ: দক্ষিণ ও মধ্যভাগে ইড়া পিঙ্গলা ও স্বযুয়া নাড়ী চিন্তা করতঃ ঘূতপাত্নের বাম . দক্ষিণভাগ হইতে ঘূতু গ্রহণ করিয়া হোম করিবে। প্রথমতঃ অব দ্বারা (কাষ্ঠের হাতা বা কুশিতে করিয়া) আজ্যস্থালীর (ঘৃতপাত্রের) দক্ষিণভাগ হইতে ঘৃত গ্রহণ করিয়া “ওঁ অগ্নয়ে স্বাহা" এই মন্ত্রে অগ্নির দক্ষিণনেত্রে হোম করিবে । ঐরুপ বামতাগ হইতে ঘৃত গ্রহণ করিয়া বামনেত্রে হোম করিবে "ওঁ সোমায় স্বাহা ।” মধ্যভাগ হইতে ঘৃত লইয়া অগ্নির ললাটনেত্রে হোম করিবে—“ওঁ অগ্নিসোমাভু্যাং স্বাহা” । পুনরায় ওঁ নমঃ বলিয়া দক্ষিণভাগ হইতে ঘৃত লইয়া –ওঁ অগ্নয়ে স্বিষ্টিকৃতে স্বাহ৷” এই মন্ত্রে অগ্নির মুখে হোম করিবে । অনন্তর মহার্যাহৃতিহোম করিবে—ওঁ ভূঃ স্বাহা, ওঁ ভুবঃ স্বাহা, ওঁ স্বঃ স্বাহা, ওঁ ভুভুবঃ স্বঃ স্বাহা । অনন্তর “ওঁ বৈশ্বানর জাতবেদ ইহাবহ লোহিতাক্ষ সৰ্ব্বকৰ্ম্মাণি সাধয় স্বাহা" এইমস্ত্রে তিনবার হোম করিয়া অগ্নিতে পীঠদেবতাসহ মূলদেবতার পূজা করিয়া ঘূতদ্বারা মূলমন্ত্রে পঞ্চবিংশতিবার আহুতি দিবে।—অনন্তর আত্মার সহিত বহ্নি ও দেবতার একত্ব চিন্তা করিয়া মূলমন্ত্রে একাদশবার আহুতি দিবে। তৎপরে “ওঁ মূলমন্ত্রস্তাঙ্গদেবতাভ্যঃ স্বাহ” এবং আবরণদেবতাভ্যঃ স্বাহা —এই মন্ত্রে হোম করবে। সমর্থ হইলে অঙ্গদেবতার প্রত্যেককে এক এক আহুতি দিবে। তদনন্তর সংকল্প করিয়া বিল্বপত্র দ্বারা হোম করিবে । সংকল্প যথা,→ অৰ্থেত্যাদি—অমুকদেবতান্ত্রীতিকামঃ অমুকদেবতাপুজাকৰ্ম্মণি “মূলমন্ত্রোচ্চারণপূর্বক” স্বাহেতি মন্ত্রকরণকাষ্টোত্তরশত (কিম্বা যতট হইবে) সংখ্যকসাজ্যবিল্বপত্রসমিস্তির্হোমমহং করিম্ভে । i. তৎপবে একটা একটা করিয়া বিশ্বপত্রে ঘৃত মাধাইয়া মূলমন্ত্র উচ্চারণপূর্বক স্বাহান্ত মস্ত্রে একটী একটী আহুতি দিবে। বিল্বপত্র না হইয়া যদি অন্য কোন দ্রব্য দ্বারা হোম করা হয়, তবে তাহারই নামোল্লেখাদি করিবে? অনন্তর মূলমন্ত্রে পুর্ণাহুতি দিয়া পূৰ্ণপাত্র উৎসর্গ এবং দক্ষিণা করিয়া অগ্নির বিসর্জন ও অচ্ছিদ্রাবধারণ করিবে । Q 劇 সামবেদীয় সৰ্ব্বকৰ্ম্ম-সাধারণীয় বা সামান্য কুশণ্ডিকা সমচতুষ্কোণ চতুর্হস্তুপ্রমাণ কেশতুষাঙ্গারাদিরহিত গোময়াদি পরিলিপ্ত স্থানে বালুক ব্যাপ্ত করিয়া কুশাসনে পুৰ্ব্বাভিমুখী হইয়া উপবেশন করিবে। হোমকাৰ্য্যে মস্তকে উষ্ণীষ বাধিতে হয় এবং তিলকাদি দ্বারা কপাল সুশোভিত করিতে হয়। অনন্তর দক্ষিণজঃগু ভূমিতে পাতিত ও বামজান্থ উখাপিত করিয়া উত্তরদিকে অভু্যক্ষণার্থ কুশকুসুমসহিত জলপাত্র রক্ষা করিবে । ঐ জলপাত্রের