পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৭৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ꬃግ8 পুরোহিত-দর্পণ । 《 확한) zain এই দিন অবকাশমতে সৰ্ব্বতোভদ্রমণ্ডল অঙ্কিত করিয়া তাহার উপরে পূৰ্ব্বাদি আটদিকে ও মধ্যস্থলে নবঘট সাজাইয় তাহার উপরে শ্বেত, পীত, কৃষ্ণ, নীল, ধুম, কপূর, লোহিত, খাম আটট, এবং নানাবর্ণ মিশ্রিত একট, এই নয়টা পতাকা উড়াইয়া দিবে। সৰ্ব্বতোভদ্রমণ্ডল । تمت تمت مستترنت. বিল্বপত্রচুর্ণ, হরিদ্রাচুর্ণ, তণ্ডুলচুর্ণ, কুসুস্তচুর্ণ, শস্তহীন ধান্ত দগ্ধ করিয়া তাহার চূর্ণ এই পাঁচট চূর্ণ প্রথমতঃ সংগ্ৰহ করিবে। এই পঞ্চগুড়িকা দ্বার নিম্নলিখিত প্রণালীতে সৰ্ব্বতোভদ্রমণ্ডল অঙ্কিত করিতে হইবে । একটা চতুরস্র অঙ্কিত করিয়া কর্ণসুত্র পাত করতঃ তাহাকে চারিকোষ্ঠে বিভক্ত করিবে । পুনৰ্ব্বার ঐ চতুঃকোষ্ঠের মধ্যে কর্ণস্বত্র পাত করিয়া যাহাতে ঐ সকল কোষ্ঠ মধ্যে সকল কর্ণরেখা অঙ্কিত হইতে পারে, এই প্রকার করবে। পরে পূর্ব পশ্চিমে ও উত্তর দক্ষিণে দুইটা করিয়া রেখা পাত করিবে । যাবৎ পর্যন্ত ২৫৬ দুইশত ছাপ্পার কোষ্ঠ হয়, তাবৎ কাল, ঐ নিয়মে সূত্রপাত ও কোণস্থত্র পাত করিয়া রেখাঙ্কিত করিবে । অতঃপর মধ্যস্থিত ঘটুত্রিংশৎ কোষ্ঠে সুলক্ষণ পদ্ম অঙ্কিত করিয়া তস্বাহে একপংঞ্জিতে