পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৭৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম খণ্ড । দেবীপুরাণোক্ত-দুর্গাপূজা । Գց ջ এই প্রকার সঙ্কল্প করিয়া স্বশাখোক্ত সূক্ত পাঠ করিয়া ঘটস্থাপনপূর্বক পূৰ্ব্ববৎ শ্বেতসর্ষপ দ্বারা “ওঁ বেতালাশ্চ" ইত্যাদি মন্ত্রে ভূতাপসারণ করিয়া “এতং পাদ্যং ওঁ ভূতগণেভো নমঃ" বলিয়া ভূতগণের পাদ্যাদি দ্বারা পূজা করিয়া মাষভক্তবলি গ্রহণ করতঃ “ওঁ ভূতাঃ প্রেতাঃ পিশাচাশ্চ যে বসন্ত্যত্র ভূতলে । তে গৃহস্তু ময় দত্তো বলিরেষ প্রসাধিতঃ পুজিতা গন্ধপুষ্পান্ধৈবলিভিস্তপিতাস্তথা । দেশাদস্মাৎ বিনিঃস্বত্য পুজাং পশুত্ত্ব মৎকৃতাম্। এষ মাযভক্তবলিঃ ওঁ ভূতেভো নমঃ।” বলিয়। বলি প্রদান করবে। তৎপরে আসন শোধন, ভূতাপ্রসারণ, ভূতশুদ্ধি আদি করিয়া সামান্তীৰ্ঘ্য স্থাপন করিবে এবং পীঠ পূজা করতঃ গণেশাদি দেবতাগণের পুজা করিয়া পূৰ্ব্ববৎ করষ্ঠাস করতঃ “ওঁ জটাজুট” ইত্যাদি ধ্যান করিয়া স্বীয় মস্তকে পুষ্প প্রদান করতঃ মানসোপচারে দেবীর পূজা করিবে । পরে বিশেষার্ঘ্য স্থাপনপূর্বক পুনঃ করাঙ্গন্যাসাদি করিয়া পুৰ্ব্ববৎ দেবীর ধ্যান ও আবাহনাদি করিয়া অৰ্চনা করিবে । পূজান্তে দেবীর মন্ত্র জপ করিয়া জপ সমৰ্পণ করতঃ “ওঁ সৰ্ব্বমঙ্গলমঙ্গল্যে" ইত্যাদি মন্ত্রে দেবীকে প্রণাম করিবে । অতঃপর পাদ্যাদিদ্বারা বিশ্ববৃক্ষের অর্চনা করিবে । পরে করযোড়ে নিম্ন লিখিত মন্ত্র পাঠ করিবে । যথা--"ওঁ অদ্য প্রাপ্ত সি দেবি ত্বং নমস্তে শঙ্করপ্রিয়ে । দুগে দেবি সমুত্তিষ্ঠ অহং ত্বামধিবাসয়ে ॥” পরে প্রশস্তিবন্দনোক্ত দ্রব্যাদি দ্বারা বিশ্ববৃক্ষে ও ঘটে দেবীকে অধিবাস করতঃ মণ্ডপে প্রত্যাগমন করিবে। পরে পুনঃ ঐ সকল দ্রব্য দ্বারা দেবীর নবপত্রিকার ও খড়গ দর্পণের অধিবাস করিবে । পরে প্রতিমার আসনের চতুর্দিকে কাণ্ডচতুষ্টয় আরোপণ ও স্থত্র বেষ্টন করিবে । সপ্তমী পূজা । সপ্তমীদিন কৃতনিত্যক্রিয় যজমান প্রথমতঃ মৃন্ময়ী দেবীর সমীপে গমন করিয়া দেবীর বামহস্তে দেবীগায়ত্রী পাঠ করিয়া স্থত্র বন্ধন করিবে । পরে শুদ্ধাসনে উপবিষ্ট হইবে । প্রতিনিধি দ্বারা পুজা করাইতে হইলে এই সময় ব্রাহ্মণকে বরণ করিয়া লইতে হইরে ( ১ম খণ্ড ৮৭ পৃঃ দেখ )। পরে স্বশাখোক্ত স্বস্তিবাচন করিয়া, “স্বৰ্য্যঃ সোমে ইত্যাদি পাঠ করতঃ প্রতিবন্ধক পাপাপনোদন করিয়া সঙ্কল্প কুরিবে । যথা—