পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

so ১ম খণ্ড । বিবিধ । ', *ልጫ গৃহীত অগ্নি হইতে ক্ৰবাদাংশ নৈঋতকোণে প্রক্ষেপ করিয়া অবশিষ্ট প্রজলিত অগ্নি গ্রহণ করতৃঃ নিম্নোক্ত মন্ত্র পাঠ করিয়া স্থণ্ডিলের উপরি দক্ষিণাবর্তে ভ্ৰামণপূর্বক তৃতীয় রেখার উপরি আত্মাভিমুখ করিয়া স্থাপন করিবে । মন্ত্র,— প্রজাপতিঋষির হতৗচ্ছন্দঃ প্রজাপতিদেবতা অগ্নিস্থাপনে বিনিয়োগঃ। ওঁ ভুভু ব:স্বরোম্। 幡 পরে পূর্বস্থাপিত বামহস্ত তুলিয়া হাতযোড় করিয়া পাঠ করিবে,— প্রজাপতিঋষিস্তুষ্টুপ ছন্দোহগ্নির্দেবতা অগ্নিস্থাপনে বিনিয়োগঃ ! ওঁ ইহৈবায়মিতরে জাতবেদা দেবেভ্যো হব্যং বহতু প্রজনন । ওঁ সৰ্ব্বতঃ পানিপাদাস্তঃ সৰ্ব্বতোহক্ষিশিরোমুখ । বিশ্বরূপে মহানগ্নিঃ প্রণীতঃ সৰ্ব্বকৰ্ম্মসু ॥ ততঃ ওঁ পিঙ্গভ্রশ্বাশ্রকেশাক্ষঃ পীনাঙ্গ-জঠরোহরুণঃ। ছাগস্থঃ সাক্ষসূত্রোইগ্নিঃ সপ্তার্চি শক্তিধারকঃ । এই ধ্যান করিয়া “ওঁ আগ্নে ত্বং আমুকনামাসি” এই বলিয়া অগ্নির যথাবিধি নামকরণ করিয়া পূজা করিবে । অনস্তর প্রাদেশ প্রমাণ ঘৃতাক্ত সমিধ দ্বারা একটী আহুতি দিয়া ব্রহ্মস্থাপন করিবে । যথা,— পূৰ্ব্বস্থাপিত জলপাত্র হইতে জলধারা দিয়া অগ্নির উত্তর হইতে দক্ষিণে অর্থাৎ অগ্নিকোণে স্থণ্ডিল হইতে অরতুিপ্রমাণ দূরদেশে পুৰ্ব্বমুখে জলধারা দিয়া কতিপয় কুশ তাহার উপবে পূৰ্ব্বাগ্রভাবে বিস্তুত করিয়া ব্ৰহ্মার আসন করিবে। যজমান কর্তৃক বৃত ব্রাহ্মণ ব্ৰহ্মা হইলে, আসনের পূর্বপাশ্বে, পশ্চিমাভিমুখী হইয়া দাড়াইয়া, বামহস্তের অনামিকা ও অঙ্গুষ্ঠ অঙ্গুলিদ্বারা আস্তুত কুশাসন হইতে একটী কুশা গ্রহণ করিয়া মন্ত্র পাঠ করুিবে,~~ . প্রজাপতিঋষিরমুণ্ঠপছন্দোহন্নির্দেবতা তৃণনিরসনে বিনয়োগঃ । •ওঁ নিরস্তঃ পরাবমুঃ . এই মন্ত্রে কুশা গাছটা দক্ষিণ পশ্চিমকোণে প্রক্ষেপ করিয়া দক্ষিণহস্তদ্বারা জলস্পর্শপুৰ্ব্বক বামপাদের উপর দক্ষিণ পাদ রাখিয়া, উত্তরমুখ হইয়া পুৰ্ব্বস্থাপিত আসন জলদ্বারা অত্যুক্ষণ করিয়া ব্রাহ্মণ গ্রহণ পূর্বক পাঠ করিবে,— প্রজাপতিঋষিরমুণ্ঠপছন্দোইগ্নিদেবতা , ক্রহ্মোপবেশনে বিনিয়োগঃ ! ওঁ আবসোঃ সদনে সীদ . , ,