পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৮০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)o 8 পুরোহিত-দর্পণ । 4 핵한 קו ঘটদ্বারা—ওঁ সৰ্ব্বতীর্থায়ুপুর্গেন কলসেন সুরেশ্বরীম। সপ্তমেনাভিষিঞ্চন্তু ঋষয়ঃ সপ্ত খেচরাঃ ॥ ৭ ॥ ধানসীরাগ বিজয়বাদ্যসহ শীতলজলপূরিত ঘটদ্বারাওঁ বসবশচাভিযিঞ্চন্তু কলসেনাষ্টমেন তু। অষ্টমঙ্গলসংযুক্তে দুর্গে দেবি নমোহস্ত (○ | b | এইরূপ স্বানান্তে “ওঁ ভূতেভ্যে নমঃ ” এই মন্ত্রে পাদ্যাদি দ্বারা ভূতগণের অৰ্চনা করিয়া মাৰ্যভক্তবলি গ্রহণপূর্বক “ওঁ ভূতাঃ প্রেতাঃ পিশাচাশ্চ যে বসস্ত্যত্র ভূতলে । তে গৃহত্ত্ব ময়া দত্তং বলিমেতং প্রসাধিতম্ পূজিতা গন্ধ-পুষ্পীদ্যৈৰ্ব্বলিভিস্তপিতাস্তথা । দেশাদস্মাদ্বিনিঃস্বত্য পুজাং পশুন্তু মৎকৃতাম্। এষ মাষভক্তবলিঃ ওঁ ভূতেন্ত্যো নমঃ ” এই বলিয়া দান কবিবে। তারপরে লাজচন্দন শ্বেতসর্ষপ দূৰ্ব্বা কুশ ও আতপতঙুল গ্রহণ করিয়া ওঁ অস্ত্রায় ফটু” এই মন্ত্রে সাত বার অভিমন্ত্রিত করিয়া নিমোক্ত মন্ত্র পাঠ করতঃ ভূমিতে ছড়াইয়া দিয়া ভূতাপসারণ করবে। মন্ত্র যথা— ওঁ অপলপন্তু তে ভূতা ঘে ভুতা ভূমপালকা। ভূতানামবিরোপেন দুর্গাপুজাং করোম্যহম্ । ওঁ বেতালাশ্চ পিশাচাশ, রাক্ষসাশ্চ সরস্বপাঃ । অপসৰ্পস্তু তে ভুতাশ্চণ্ডিকাস্ত্রেণ তাড়িতাঃ । পরে নবপত্রিকাকে দ্বারদেশে আনয়ন করত: “ওঁ বিহুশাখাসিন্যৈ দুর্গায়ৈ নমঃ ” এই মন্ত্রে পাদ্যাদি দ্বারা পূজা করিয়া দেবীরূপ প্যান করিয়া দুৰ্ব্বাক্ষত লইয়া দেবীর মস্তকে দিয়া নিৰ্ম্মঞ্জন করিবে । তারপর দেবীর আসন ধরিয়া “ওঁ চণ্ডিকে চল চল চালয় চালয় দুর্গে পূজালয়ং প্রবিশ। ওঁ প্রবিশু তিষ্ঠ যজ্ঞেছক্ষিন যাবৎ পুজাং করোম্যহম্ । পুজাং গৃহাণ সুমুখি নমস্তে শঙ্কর প্রয়ে ৷ আগচ্ছ মদূহে দেবি সৰ্ব্বসম্পত্তিহেতবে । • বলিং পুজাং যথাশক্ত্যা গৃহাণ দৰ্মক্ষ চণ্ডিকে। আগচ্ছ মদগুহে দেবি অষ্টাভিঃ শক্তিভিঃ সহ । পুজাং গৃহাণ সুমুখি সৰ্ব্বকল্যাণহেতবে ॥ ত্বং পরা পরম শক্তিস্বমেব হরবল্লভা । ত্ৰৈলোক্যোদ্ধারহেতুত্বমবৰ্তীর্ণ যুগে যুগে।” এই মন্ত্র পাঠ করিয়া দেবীকে চালন করিপে । পরে “ওঁ ঐং হ্রাং হ্ৰীং স্থাং স্থাং ত্বমান্ধিকে স্থিরা ভব।” এই মন্ত্রে স্থিরীকরণপূর্বক তদক্ষিণে নবপত্রিকা স্থাপন করিয়া পরে সৰ্ব্বোতৃভদ্রমণ্ডল অঙ্কিত করিয়া ঘট স্থাপন করিবে । পরে অঙ্কুশ মুদ্র দ্বারা তীর্থাবাহন করিবে, মন্ত্র যথা--"ওঁ গঙ্গাদ্যাঃ সরিতঃ সৰ্ব্বাঃ সমুদ্রাশ্চ সরাংসি চ । সৰ্ব্বে y সরিতঃ সরাংসি চ নদাস্তথা । আয়ান্তু যজমানস্ত দুরিতক্ষয়কারকাঃ । ওঁ গঙ্গে চ যমুনে চৈব” ইত্যাদি ।