পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৮১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*>名 পুরোহিত-দর্পণ । ’ ৫ম খণ্ড । “ওঁ অগ্লিজিহবায় ক্ষেত্রপালায়,” বায়ে “ওঁ ভীমনাথায় ক্ষেত্রপালায়” প্রণবাদি নমোহন্ত পূজা করিবে । পরে পূর্বে “অসিতাঙ্গায় ভৈববায়” “রুরবে ভৈরবীয় ” দক্ষিণে "চণ্ডায় ভৈরবায়” “ক্রোধায় ভৈরবায়।” পশ্চিমে উম্মত্তায় ভৈরবায়” “ভয়ঙ্করায় তৈল্লবায় ” উত্তরে "কপালিনে তৈরবায়, ভীষণায় ভৈরবীয়।” মধ্যে “সংহারিণে ভৈরবায়”. প্রণবাদি নমোহন্ত পূজা কবিবে। পবে লোকপাল পূজা করিয়া যথাশক্তি জপাত্ত্বে জপ সমৰ্পণ করিলে । সন্ধিপুজা । অষ্টমী নবমীর সন্ধি সময়ে পূৰ্ব্ববৎ ভূতশুদ্ধ্যাদি করিয়া ষোড়শোপচারে পূজা করিবে । দেশভেদে এই সময়ে চামুণ্ডার পূজা করা হয়। যথা— পুৰ্ব্ববৎ সঙ্কল্প করন্থাসাদি কবিয়া চামুণ্ডাব ধ্যানান্তে মানসোপচারে পূজা পুৰ্ব্বক পুনধ্যান আবাহন আদি করিয়া ষোড়শোপচাবে পূজা করিবে । চামুণ্ডীর ধ্যান । —“ওঁ কালী করালবদনা বিনিষ্ক্রান্তাসিপাশিনী । বিচিত্রখট্রাঙ্গধরা নবমালাবিভূষণ ॥ দ্বীপচৰ্ম্মপরাধান শুষ্কমাংসাতিভৈরব । অতিবিস্তারবদন জিহ্বাললনভীষণা। নিমগ্নারক্তনয়ন নাদাপুরিভদিঘুখ ।” *ওঁ হ্ৰীং শ্ৰীং চামুণ্ডায়ৈ নমঃ" এই মন্ত্রে পুজা করিবে। পরে চতুঃষষ্টিযোগিনীব পুজা করিবে । তারপর যথাসময়ে বলি দিবে। কোন কোন দেশে এই সময়ে অষ্টোত্তরশতঘুতপ্রদীপ ও রচনাদি উৎসর্গ করা হয় । পরে স্তব পাঠান্তে যথাশক্তি জপ করিয়া জপ সমপণ করিবে । মহানবমী-পূজা । কৃতনিত্যক্ৰিয় যজমান পুৰ্ব্বোক্তমন্ত্রে দেবীকে দন্তকাষ্ঠাদি প্রদান করিয়া করাঙ্গন্যাস পুৰ্ব্বক অৰ্ঘ্যস্থাপনাদি করিয়া দেবীকে স্বান করাইয়৷ সপ্তমী ও অষ্টমী বিধিতে পূজা করিবে এবং প্রকৃত বলি দিবে। কুমারীদিগকেও তোজন করাইবে । পরে যথাশ ত্তি হোম করিবে । হোমাস্তে পগোত্ৰবন্ধুপরিজনসহ একত্রে দেবীস্তোত্র পাঠ ও পুষ্পাঞ্জলি দান করিবে । পরে যথাশক্তি জপ করিয়া পূজা সমর্পণ করিবে। যথা—মূলমন্ত্রে পুষ্পাঞ্জলিত্রয় দিয়া কৃতাঞ্জলি হইয়া পাঠ করিবে। “ওঁ মন্ত্রহীনং ক্রিয়াহীনং তক্তিহীনং সুরেশ্বরি । ঘৎ পূজিতং ময়া দেবি পরিপূর্ণং তদস্থ মে । উ গ্রহীতুং শীৰ্ব্বদং পুজাং মর্ত্যমণ্ডলসংস্থিতাম। চণ্ডিকে স্বাং নমাম্যম্ভ স্বয়মধ্যং