পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৮৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢म थ७ । । বিষ্ণু-পুজা । ԵրՆ)՝ গুণৈকসিন্ধুং, ভাতুং সমস্তজগতামপিং ভজামি । পদ্মম্বয়াভয়বরান দধতং করাজৈর্মাণিক্যমৌলিমরুণাঙ্গ-রুচিং ত্রিনেত্ৰম্ ॥ এই প্রকারে ধ্যান করিয়া যথাসম্ভব পাদ্যাদিদ্বারা স্বৰ্য্যের পূজা করিয়া প্ৰণাম করিবে। পরে নিম্নলিখিত রূপে গন্ধপুষ্পম্বারা পূজা করিতে হয়। এতে গন্ধপুষ্পে ওঁ শিবাদিপঞ্চদেবতাভো নমঃ । এতে গন্ধপুষ্পে ওঁ আদিত্যাদিনবগ্রহেভ্যো নমঃ । এতে গন্ধপুষ্পে ওঁ ইন্দ্রাদি দশদিকৃপালেভ্যো নমঃ । এতে গন্ধপুষ্পে ওঁ সৰ্ব্বেত্যে দেবেভ্যো নমঃ । এতে গন্ধপুষ্পে ও সৰ্ব্বাত্যে দেবীভ্যো নমঃ । এতে গন্ধপুষ্পে ওঁ গুরবে নমঃ ॥ তৎপরে “নাং অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ, নীং তর্জনীভ্যাং স্বাঙ্গ” ইত্যাদি নিয়মে অঙ্গন্যাস করষ্ঠাস করিয়া কুৰ্ম্মমুদ্রাযোগে পুষ্প গ্রহণ করতঃ নারায়ণের ধ্যান করিবে । যথা— ওঁ ধ্যেয়ঃ সদা সবিতৃমণ্ডলমধ্যবৰ্ত্তী, নারায়ণঃ সরসিজাসনসন্নিবিষ্টঃ । কেয়ূরবান কনককুণ্ডলবান কিরাট, হার হিরন্ময়ুবপুধু তশঙ্খচক্র । এই প্রকারে ধ্যানপুৰ্ব্বক স্বীয় মস্তকে পুষ্প দিয়া মানসোপচারে অর্চন করতঃ পুনরায় ধ্যান করিয়া শালগ্রামে পুষ্প প্রদানপূর্বক পূৰ্ব্ববিধানে “ঔ নারায়ণায় নমঃ" এই মন্ত্রে নারায়ণের পূজা করিবে। সমস্ত উপচার প্রদানান্তে “ওঁ , নমো নারায়ণায়" এই অষ্টাক্ষর মন্ত্র যথাশক্তি জপ করিয়া “গুহাতি" মন্ত্রে গোযোনিমুদ্রাযোগে জপ সমৰ্পণ করিলে। তৎপরে প্রণাম করিবে, যথ! — “নমো ব্ৰহ্মণ্যদেবায় গোব্রাহ্মণহিতায় চ । জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ ॥ ওঁ পাপোহহং পাপকৰ্ম্ম:হং পাপাত্মা পাপসম্ভবঃ । ত্ৰাহি মাং পুগুরীকাক্ষ সৰ্ব্বপাপহবো হরিঃ ॥” এইরূপ প্রণাম করিয়া স্তবাদি পাঠ করিতে হয় । তৎপরে লক্ষ্মীসরস্বত্যাদির পূজা করিবে। পূজার প্রণালী এইরূপ, কেবল ধ্যান ও প্রণামাদি বিভিন্ন । দেবতার নামের আদি অক্ষরে দীর্ঘ ( ‘অ’ ‘ঈ’ প্রভৃতি ) স্বর যোগ করিয়া অঙ্গন্যাস করিতে হয়, অথবা যে দেবতার যে বীজ মন্ত্র, সেই মস্ত্রে দীর্ঘ স্বরাদি যোগ করিলেও হইতে পাবে r দ্যাসের মধ্যে যে স্থানে “নেত্রাভ্যাং বৌষট” আছে, ত্রিনেত্রী দেবতা হইলে সেই স্থলে “নেত্রত্রেয়ায় বৌষট” বলিয়া ন্যাস করিতে হয় । নারায়ণের পূজায় অন্যান্য উপচার দিবে ; অধিকন্তু পুষ্পদানের