পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৮৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম খণ্ড । • পার্থিব-শিবপূজা। brea তৎপরে “শং হৃদয়ায় নমঃ, শীং শিরসে স্বাহা ।” ইত্যাদি ক্রমে ষড়ঙ্গ ন্যাস করিয়া কুৰ্ম্মমুদ্রাযোগে পুষ্প গ্রহণ করতঃ ধ্যান করিবে, যথা— ওঁ ধ্যায়েল্লিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রাবতংসং, রত্নাকল্পোঞ্জলাঙ্গং পরশুমৃগবরাভীতিহস্তং প্রসল্লম্ । পদ্মাসীনং সমস্তাৎ স্বতমমরগশৈব্যাঘ্রকৃত্তিং বসানং বিশ্বাদ্যং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চবক্ত,ং ত্রিনেত্ৰম্ ॥ ধ্যানান্তে মানস পূজা করিয়া আবাহন করিবে, যথা—ওঁ পিনাকধুকৃ ইহাগচ্ছাগচ্ছ, ইহতিষ্ঠ তিষ্ঠ, ইহ সন্নিধেহি, ইহ সন্নিরুধ্যস্ব, অত্রাধিষ্ঠানং কুরু, মম পূজাং গৃহাণ । ইত্যাদি মন্ত্রে আবাহন করিয়া করযোড়ে, “স্থাৎ ষ্ট্রং স্থিরো ভব, যাবৎ পূজাং করোম্যহং” এই প্রার্থনা করিয়া “ইদং স্বানীয়ং ওঁ পশুপতয়ে নমঃ” মন্ত্রে স্বান করাইবে । 軛 তৎপরে “এতৎ পাদ্যং ওঁ শিবায় নমঃ" এই মন্ত্রে অর্চনা করিবে । তদনন্তর শিবের অষ্টমূৰ্ত্তির পূজা করিবে যথা—পূৰ্ব্বদিকে এতে গন্ধপুষ্পে ও সৰ্ব্বায় ক্ষতিমূৰ্ত্তয়ে নমঃ, ঈশানে-ওঁ তবায় জলমূৰ্ত্তয়ে নমঃ, উত্তরে—৫ রুদ্রায় অগ্নিমূৰ্ত্তয়ে নমঃ, বায়ুকোণে—ওঁ উগ্ৰায় বায়ুমূৰ্ত্তয়ে নমঃ, পশ্চিমে—ওঁ ভীমায় আকাশমূৰ্ত্তয়ে নমঃ, নৈখতে-ওঁ পশুপতয়ে যজমানমুক্তয়ে নমঃ, দক্ষিণে—ওঁ মহাদেবায় সোমমূৰ্ত্তয়ে নমঃ, অগ্নিকোণে—ওঁ ঈশানায় সূর্যমুঞ্জরে মমঃ, মধ্যে—ওঁ নন্দিনে নমঃ, ওঁ ভূঙ্গিণে নমঃ, ওঁ ক্ষেত্রপালায় নমঃ, ওঁ বালুদেবায় নমঃ। এইরূপে পূজা করিয়া মূলমন্ত্র জপপূৰ্ব্বক “ওঁ গুহাতিগুহ্যগোণ্ডা ং, গৃহাণাম্মৎকৃতং জপং । সিদ্ধিৰ্ভবতু মে দেব ত্বৎপ্রসাদাম্মহেশ্বর ” এই মস্ত্রে জপ সমৰ্পণ করিতে হয় ॥ তৎপরে “ওঁ নমস্তুভ্যং বিরূপাক্ষ নমস্তে দিব্য-চক্ষুধে । নমঃ পিনাকহস্তায় বজ্ৰহস্তায় বৈ নমঃ ॥” এই মন্ত্রে প্রণাম করিবে । পবে স্তবাদি পাঠ করিবে । তদনন্তর মুখবাদ্য করিবে অর্থাৎ ‘বম্ বম্ব’ শব্দে মুখবাদ্য করিয়া ক্ষমা প্রার্থনা করিবে । তৎপরে ঈশানকোণে ত্রিকোণ মণ্ডল করিয়া সংহারমুদ্রাযোগে স্বহৃদয় হইতে তেজোরূপ দেবতা সহ নিৰ্ম্মাল্য লইয়া, আঘ্ৰাণ করতঃ মণ্ডলে স্থাপনপূর্বক “ওঁ চণ্ডেশ্বরায় নমঃ" মন্ত্রে পুজন ও কিঞ্চিৎ নৈবেদ্যাদি দিবে। তৎপরে “ওঁ আবাহনং ন জানামি নৈব জানামি পুজনম । বিসর্জনং ন জানামি ক্ষমস্ব পরমেশ্বর ॥" ইত্যাদি পাঠ করতঃ “ওঁ মহাদেব ক্ষমস্ব” ৰলিয়া বিসর্জন করিয়া শিবটকে সমান ভাবে রাখিতে হয়। পরে পাদোদক নিৰ্ম্মাল্য গ্রহণ করিতে হয় ।