পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৮৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*म १७ । * গোবৰ্দ্ধন-যাত্রা । trąĝ, সুরাসুরপিশাচানাং ভয়দং ক্রুররূপিণম্। এবং ধ্যায়েন্মহাকালস্বরূপং রক্তশ্মশ্রীলম্ ॥ এইপ্রকার ধ্যান করিয়া মানসোপচারে পুজাপূর্বক বিশেষার্থী স্থাপনানন্তর পুনরায় অঙ্গন্যাস ও করষ্ঠাস করিয়া ধ্যান করতঃ আবাহন ও প্রাণপ্রতিষ্ঠা করিয়া (১ম খণ্ড ৪০/৪১ পৃঃ দেখ) জরদেবের হৃদয়ে হস্তপ্রদান করতঃ “অংি হ্ৰীং হুং স্বাহী” এই মন্ত্র দশবার জপ করিয়া “ওঁ আগচ্ছ মে মহারাজ জর ত্বং শিলনিৰ্ম্মিতঃ । তন্মাচ্ছরীবান্নিৰ্গত্য দুরে যাহি মহাবল” ইহা পাঠ করিবে । অনন্তর “ওঁ বিদ্যুদলন হুং হুং ফটু স্বাহা এতদাসনং জরায় নমঃ” এইরূপে যোড়শোপচারে পূজা করিবে। পরে প্রদক্ষিণপূৰ্ব্বক “ওঁ জর ত্বং জররূপোহসি ব্রহ্মণা নিৰ্ম্মিতঃ পুরা। দহেত্বং প্রাণিনং সৰ্ব্বং ত্বামিহ প্ৰণমাম্যহম্ ॥ ওঁ জর ত্বমষ্টরূপোহসি তেজোরূপোহসি গর্জিতঃ । ক্ষমস্ব চ মহাবীর ত্বামিহ প্ৰণমাম্যহম্ ॥ ওঁ দেব ত্বং দেবরূপোহসি দেবদেবেশনিৰ্ম্মিতঃ । মনসা চিস্তিতং যচ্ছ সৰ্ব্ববাঞ্জিতসিদ্ধয়ে ।" এই সমস্ত পাঠ করিয়া প্রণাম করিবে । অনন্তর স্বীয় বাম হস্তে জরদেবের হৃদয় ধারণ করিয়া দক্ষিণ হস্তে তিল কুশ জল গ্রহণ করিয়া “ওঁ হ্ৰীং ঠং ঠং ভো জ্বর শৃণু শৃণু হন হন মুঞ্চ মুঞ্চ ভূম্যাং গচ্ছ গচ্ছ স্বাহ৷” এই মন্ত্রে বলি প্রদান কবিলে । অনন্তর “ওঁ বিহ্ব্যদলন হুং হুং ফটু স্বাহী” এই মন্ত্র যথাশক্তি জপ করতঃ তৎসমৰ্পণান্তে ছাগপশু বলিদান করিবে (২য় খণ্ড ৩০৮ পৃঃ দেখ )। অনন্তর তান্ত্রিক বিধিক্রমে গুডু চী খণ্ড দ্বারা হোম করিয়া দক্ষিণা ও অচ্ছিদ্রাবধারণাদি করিবে । গোবৰ্দ্ধন-যাত্র । প্রতিগোবৰ্দ্ধনঃ পূজ্যে দৃতং চৈব সমাচরেৎ। ভূষণীয়াস্তথা গাব পূজ্যাশ্চ দোহবাহনাঃ । শ্ৰীকৃষ্ণদাসবর্য্যোহয়ং শ্ৰীগোবৰ্দ্ধনভূধরঃ । শুক্লপ্রতিপদি প্রাতঃ কাৰ্ত্তিকে চান্ত্র বৈষ্ণবৈঃ প্রাতগোবৰ্দ্ধনঃ পুজ্যো রাত্রেী জাগরণং চরেৎ । স্কন্দপুরাণ । কাৰ্ত্তিক মাসে শুক্ল প্রতিপদে প্রাতঃকালে এই গোবৰ্দ্ধন-যাত্ৰা করিতে হয়। ইহাতে গোবৰ্দ্ধন-পূজা ও গো-পূজা করা কর্তব্য। দেশবিশেষে রাত্রি জাগরণ প্রথাও আছে । গোবৰ্দ্ধন-পূজা –সাধারণ বিধি অনুসারে যথারীতি “ওঁ গোবৰ্দ্ধনায় নমঃ মন্ত্রে পাদ্যাদি দ্বারা গোবৰ্দ্ধনের পূজা করিয়া প্রার্থনা করিবে। যথা- .