পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৮৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম খণ্ড । মঙ্গলচণ্ডী-ব্ৰত । b*yసె বন্ধুবৰ্গাণাং স্বামিমঃ সুভগা ভবেৎ ৷ ব্ৰতানামুত্তমং প্রোক্তং মঙ্গলস্তার্চনং মহৎ । দেবনাঞ্চ মনুষ্যাণাং সৰ্ব্বেষামপি দুলৰ্তম্ ॥ ইতি ভবিষ্যপুরাণে দেবী-নারদসংবাদে মঙ্গলবার-ব্ৰতকথা সমাপ্ত। মঙ্গলচণ্ডী-ব্ৰত এই ব্রতকে জয়মঙ্গলবার ব্রতও বলে । জ্যৈষ্ঠমাসের প্রতি মঙ্গলবারে এই ব্ৰত করিতে হয়। চিরকালই ত্ৰ তাচরণ করিতে হয় । নানাবিধ দ্রব্য জলদান ও ষোলট কাটালের পাতা, ষোলট গুবাক, আম, তণ্ডুল, দুৰ্ব্ব ও ফল সমস্তই ষোলট করিয়া দিতে হয় । ব্ৰতিগণ দেব-প্রসাদ চিপিটকাদি ভক্ষণ করিয়া থাকেন। স্বস্তিবাচনাদি করিয়া সংকল্প করিবে —“বিষ্ণুবোম তৎসদদ্য অমুকে মালি অমুকে পক্ষে অমুকতিথেী অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশ ধনধান্তসন্ততিপ্রাপ্তিকামো মঙ্গলচণ্ডীপূজারূপব্রতমহং করিস্যে । পরে সূক্তপাঠ করিয়া ঘটস্থাপন কবিবে ( ১ম খণ্ড ২৭ পৃঃ দেখ, ) ‘অস্তৈ প্রাণাঃ প্রতিষ্ঠন্তু ইত্যাদি ‘ওঁ মনোভূতিজুর্মতাং ইত্যাদি পাঠ করিলে । তৎপরে হ্ৰীং বীজ দ্বারা প্রাণয়াম করিবে । পরে হ্ৰীং বীজ দ্বারা করষ্ঠাস ও অঙ্গন্যাস করিয়া গন্ধপুষ্প দ্বারা গণেশাদি পঞ্চদেবতা আদিত্যাদিনবগ্রহ ও ইন্দ্রাদি দশদিকৃপালের পূজা করিয়া মঙ্গলচণ্ডীর ধ্যান করিবে। প্যান যথা—“ওঁ যৈষা ললিতকান্তাখ্যা দেবী মঙ্গলচণ্ডিকা। বরদাভয়হস্তা চ দ্বিভূজা গৌরদেহিকা ॥ রক্তপদ্মাসনস্থা চ মুকুটোজ্জ্বলমণ্ডিতা। রক্তকৌষেয়বস্ত্রী চ স্মিতবক্ত, শুভাননা । নবযৌবনসম্পন্ন চাৰ্ব্বঙ্গী ললিত প্ৰভা ॥” ধ্যানের পুষ্প নিজ মস্তকে দিয়া মানসোপচারে পূজা করতঃ পুনরায় ধ্যান করিয়া আবাহন কবিবে | পরে “এতৎ পাল্পং ওঁ হ্ৰীং মঙ্গলচণ্ডিকায়ৈ নমঃ” বলিয়া পূজা করিবে । পরে জপ করতঃ দেবীকে “ওঁ গুহাতি গুহ গোপ্তী ত্বং” ইত্যাদি মন্ত্রে জপ সমর্পণপূর্বক ললিতকান্ত ও দিবাকরবাসিনীকে পঞ্চোপচারে পূজা করিবে । স্তবপাঠাদি স্বারা দেবীকে সন্তুষ্ট করিয়া প্রণাম করিলে । এইরূপে রোগাদিশমনার্থ মঙ্গলবারে আরম্ভ করিয়া, অপর মঙ্গলবার পর্য্যন্ত গীতবাদ্যাদি স্বারা পূজা কবিবে। পরে কথা শ্রবণ করিবে । ব্ৰত-কথা –বনবাসগতে রাজা ধৰ্ম্মপুত্রে যুধিষ্ঠিরঃ। ভ্রাতৃভিঃ