পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

५भ थ$ । সত্যনারায়ণ-পাচালী । ఫెషిని ধনরত্বে নৌকা পূর্ণ করিয়া সত্বর। হরি হরি বলি চলি গেল নিজ ঘর। র্যাহার কৃপায় ঘুচে সংসার বন্ধন । ডাকরে তাহারে সদা সুরেন্দ্রমোহন । হরি হরি বল সবে বদন ভরিয়া । কৰ্ম্মের বন্ধন যাবে আপনি খুলিয়া ॥ . নৌকারোহি যায় সাধু নিজদেশ প্রতি । স্বানাহার জন্ত করে মধ্যে মধ্যে স্থিতি ॥ একদা আছয়ে সাধু তরণী বাধিয়া । লীলাময় সত্যদেব ছলনা করিয়া। দণ্ডি-বেশ ধরি কহে বল মহাজন। তরণী মাকারে তব আছে কোন্‌ ধন ॥ ধনমদগৰ্ব্বে সাধু হাসিতে হাসিতে । কহে দণ্ডী মুদ্র কিছু ইচ্ছা কর নিতে ॥ লতা পাতা প্রভৃতিতে পুর্ণ মোর তরি । পুরিবে না বাঞ্ছা তব যাও গৃহে ফিরি। ছল করি যেই হরি বলি বদ্ধ করে। সাধুর ক্ষমতা কি যে চিনিবে তাহারে ৷ সাধুর বচন শুনি দণ্ডী চলি গেল। লতা পত্রাদিতে তার তরি পূর্ণ হৈল । নিত্যক্রিয়া সারি সাধু নৌকাতে উঠিল । ধন রত্ন নাই লতা-পত্ৰাদি দেখিল ॥ বিস্ময় পাইয়া সাধু পড়িল আছাড়ি । হায় কি হইল বলি যায় গড়াগড়ি ॥ কাদে সাধু উচ্চৈঃস্বরে, বক্ষে করাঘাত করে, বলে হায় কিবা হৈল দায় । কি কুক্ষণে যাত্রা করি, এবার ভাসানু তরি, বিপদ আপদ পায় পায় ॥ বিনাদোষে কারাগারে, ভুঞ্জি লয়ে জামাতারে, কতদিনে রাজদয়া হৈল । মুক্ত করি যত ধন, করে দ্বিগুণ অর্পণ, এবে লতা পাতা হয়ে গেল। গৃহে মোর কন্যা দারা, কত কষ্ট পায় তারা, যাব ত্বর তাদের উদ্দেশে । ধন হৈল লতা পাতা, নাহি জানি পোড়া ধাতা, ভালে কি ঘটায় অবশেষে ॥ সাধুর ক্ৰন্দন শুনি, জামাত কহিল বাণী, কেন বৃথা করিছ রোদন । দণ্ডিশাপে ধন-রত্ন, হইয়া গেল এমন, চল যাই তাহার সদন ॥ যুক্তিযুক্ত মনে করি, জামাতারে সঙ্গে করি, ছুটে সাধু দণ্ডীর উদ্দেশে। প্রাণের পিপাসা হলে, সে দণ্ডী নিকটে মিলে, পায় দেখা তীরের সকাশে ॥ গললগ্নীকৃতবাসে, চক্ষুজলে বক্ষঃ ভাসে, স্তব করে বাক্য গদগদ । ধনমদে হয়ে মত্ত, না বুঝিয়া তব তত্ত্ব, করিয়াছি বিষম প্রমাদ ॥ সাধু কহে কৃপাময়, সাধু সদা কৃপাময়, চিরকাল পরহিতে রত । ক্ষমা কর মোর দোষ, হও এ দাসে সন্তোষ, তুমি প্ৰভু দ) ন-জন-নাথ ॥ সাধু ভাসে আঁখিজলে, কৃপা করি দণ্ডী বলে, তুমি মম পূজা বহির্মুখ। তেঁই রত্নসার পুরে, রাখে রাজা কারাগারে, জামাতার সহ .ে লে দুঃখ ৷ তোমার বনিতা সতী, হয়ে অতি ভক্তিমতী, তব লাগি পৃদ্ধিল আমায়। তাহার পূজার ফলে, রাজাকে স্বপন ছলে, কারামুক্ত করায়ু