পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম খণ্ড । রামেশ্বরী-সত্যনারায়ণ-পাচালী । సెరిరి পায় ভয়ে ত্রাণ নাহিক সংশয় । নানা সুখ ভুঞ্জি অন্তে বৈকুণ্ঠেতে যায়। সুত কহে মুনিগণ করিয়া বিস্তার। কহিলাম সত্য-বত সৰ্ব্বব্রত সার / যাহা আচরিলে সৰ্ব্ব দুঃখ দুরে যায়। অপুত্র লভয়ে পুত্র রোগী মুক্ত হয় । ‘বিশেষতঃ কলিযুগে সত্যনারায়ণ । সর্ববাঞ্ছ ফলপ্রদপাপ-বিনাশন ॥ এই কথা যে বা নিত্য করয়ে পঠন । শুনয়ে বা ভক্তিতরে হ'য়ে এক মন ॥ সূর্য্যোদয়ে অন্ধকার যথা দুরে যায়। তেমতি তাহার পাপ-তাপ নাশ পায় ॥ যে যাহা করয়ে বাঞ্ছা হ’য়ে একমন। পূরণ করেন তাহা সত্যনারায়ণ ॥ স্কন্দ পুরাণের রেবাখণ্ড মূলধরি। সুরেন্দ্রমোহন রচে বঙ্গভাষা করি ৷ তের শত এক সাল আশ্বিন মাসেতে। সাঙ্গ হৈল এই গ্রস্থ সত্যের কৃপাতে ॥ বদম ভরিয়া সবে বল হরিবোল । যত দেখ ধন জন সবি গণ্ডগোল ॥ রাখ মতি-গতি হরিচরণ-পঙ্কজে। যদি ফাকি দিতে চাও স্বর্য্যের আত্মজে ॥ হরি বিনা গতি নাহি সৰ্ব্বসার হরি । বদন ভরিয়া সবে বল হরি হরি ॥ ইতি স্কন্দপুরাণে রেবাখণ্ডে সত্যনারায়ণ-পাচালী সমাপ্ত । রামেশ্বরী-সত্যনারায়ণ-পাচালী । ওঁ নমঃ সত্যনারায়ণায় নমঃ । সত্য সত্য সত্যপীর সর্বসিদ্ধি দাতা । বাঞ্ছা বড় বাড়িল বর্ণিতে ব্ৰতকথা ॥ রসাল রসিক প্রিয় রমাই বিরংগে । বৃন্দারক-বৃন্দকে বন্দনা করি আগে ৷ গুরুগণ গণেশে করিয়া প্ৰণিপাত । বন্দ বহ্নি বিপ্ৰ বিধি বিষ্ণু বিশ্বনাথ • ক্রসাবিত্রী সিন্ধুপুত্রী সরস্বতী শিবা। ত্রিসন্ধ্যা নক্ষত্র চন্দ্র স্বৰ্য্য রাত্রি দিবা । কামিন্নরে করে কুতি ধৰ্ম্মরাজস্থতা । সসপ মনসা বন্দ মহেশের সুত ॥ অষ্টবসু নবগ্রহ দশদিক্ পাল । বন্দ বছি পঞ্চাশৎ পরমরসাল। প্রণমিব পরাৎপর প্রদীপ যুগল। কুৰ্ম্মানন্ত অবনী অম্বুধি অস্তাচল ॥ ত্ৰৈলোক্যতারিণী বন্দ তুলসী সুন্দরী। গোলক প্রভূতি বন্দ চতুর্দশ পুরী ॥ গঙ্গা আদি তীর্থক্ষেত্রে হইয়া দণ্ডবৎ । কামরূপ আদি বন্দ পীঠ পঞ্চাশত ॥ সায়ুধবাহন আবরণ পরিবার। দশ মহাবিদ্যা বন্দ দশ অবতার ॥ গোকুলে গোবিন্দ বন্দ গোবৰ্দ্ধনধারা । প্ৰণমিব প্রভুর প্রেয়সী যত নারী ॥ বলরাম আদি ব্ৰজ-বালক সকল । বৃন্দাবন আদি বন্দ বিহারের স্থল ৷ যষ্ঠ মহাকাল ক্ষেত্রপাল আদি যত্ব। উপদেব-বৃন্দকে বন্দনা শত শত ॥ নম্র হইয়া নবদ্বীপে বন্দিব নিৰ্মাই। পতিত-পাবন প্রভু আর কেহ নাই । বন্দ বীরভদ্র বীর নিত্যনিষ্ট ●* *