পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

C 한 1 রামেশ্বরী-সত্যনারায়ণ-পাচালী । సెరిa যখন জীউ যায়। তখন মগন মন গোবিন্দেব পায় ॥ কতদিনে কৃষ্ণ পাব ভাবে দিব রাতি। বান্ধিব প্রেমের পাশে অখিলের পতি ॥ তবে oಿ মায়া কৈল ব্রাহ্মণের সঙ্গ । কদাচিৎ ভজনের ভক্তির নহে ভঙ্গ ॥ নানারূপে বিড়ম্বিয়া হারিলেন হরি । ভক্ত বটে কলিতে কিরূপে কৃপা করি ॥ ভিক্ষণ মাঙ্গি ভক্তি বুঝি ভ্ৰমি সাথে সাথে । পীর হইয়া পশ্চাৎ প্রত্যক্ষ হব পথে ॥ ব্রাহ্মণ ভিক্ষাতে যেতে তাতে হৈল মায়া । যত দাতা জীবে হরি হরিলেন দয়া ॥ ঘরে ঘরে ফিরে দ্বিজ ডাকে কলস্বনে । কেহ ঘরে নাহি কেহ থাকিয়া না শোনে ॥ কেহ বলে ফিবে মাগো প্রসবেছে নারী । কেহ বলে নিত্য কি তোমার ধার ধারি। কেহ গালি দেয় কেহ বলে দুর দুর। মারিতে চলিল কেহ হইয়া নিষ্ঠুর ॥ প্রতি ঘরে ভ্ৰমি ভিক্ষা না পেয়ে নগবে। দাতা কৃষ্ণ কোথায় বলে কান্দে কলস্বরে ৷ বাটি বাটে গিয়া মাঠে অপরাহ্ন কালে । বিষাদে বসিল বিপ্র বট-বৃক্ষতলে’ কে করিবে আশ্বাস নিশ্বাস ঘন ছাড়ে । ছল ছল চক্ষে জল টস টস পড়ে ॥ ধৈরজ না ধরে দ্বিজ ধৈরজ না ধরে । বাড়িল বিবেক বড় ব্রাহ্মণীব তবে । বুভূক্ষিতা বনিতা বাটতে বাট চাইয়া । কেন কৃষ্ণ হেন কৈলে দীনবন্ধু হইয়া ॥ সত্ত্ব গুণে সবাব পালন কৰ্ত্তা তুমি । অবনীতে অপাল্য অধম মাত্র আমি ॥ মাগিলে না মেলে ভিক্ষা রিক্ত হস্তে যাই। পূৰ্ব্বকৃত পাপে এত পরিতাপ পাই ॥ এ পাপ শরীর আর না রাগিব আমি। পরলোকে প্রভু পরিত্রাণকারী তুমি ॥ আপনাতে আরোপিয়া অধমত ভ্ৰম । তিতিক্ষাতে কৈল ততুত্যাগ উপক্রম ৷ পতিত জনারে যদি দয়া না করিবে । জগন্নাথ নাম তবে কেমনে ধরিবে ॥ দাস-দুঃখ দেখি দামোদরের হইল দয়া । সৰ্ব্বদা সাক্ষাৎ হব দিব পদছার ॥ ফকীর ফিকিরে উরে নবঘনশুম। হুকুম মাফিক হদ বিরচিল রাম ॥ দ্বিজবরে দিতে বর, কলি হেতু সত্বর, মাধব হইয়। পীর । ফকীরের সাজে, জগতি বিরাজে, অদ্ভূত কৃষ্ণ শবীর ॥ যুবত্ব বয়েস, মনোহর বেশ, বিধুরিব মুখের মধুরমহাসি । মস্তক উপর, পাগ মনোহর, নানাভরণ বিলাসী । বড়ি বড়ি কৌড়ি, গ্রস্থিত গুথড়ি, ছাগছাল থলি থালিদণ্ড । প্রপাল তাড়ি ফল, মুক্ত ঝলমল, মালা"মণ্ডিত চণ্ড ॥ ঘণ্ট। রণ রণ, জিজির ঘন ঘন, ঝঞ্চন জিজিরের শব্দ । রামেশ্বর বলে, বসিয়া বটতলে, ব্রাহ্মণ হইল স্তন্ধ ॥ কপটে করুণাময় দ্বিজে কন বাওয়া । মেই ভুখ৷ ফকীর হা, লাগে মেরা দোয় ৷ তেই বাওয়া বক্তার ধর্মাত্মা দেখাও তুঝে। মেই ভুখা ফকির হু খেলাও কুচ মুঝে । তামাম