পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెర్చి পুরোহিত-দৰ্পণ । ৫ম খণ্ড । দেখহ সকল লোকে ব্রাহ্মণ তনষ । অীর সিদ্ধি শুদ্ধি বুদ্ধি স্মৃত্তি মাই পাপে। প্রভু হইয়া পীরত্ব হইলাম ঐ তাপে ॥ নাম মাত্র তাহাতে নৈবেদ্ধ মাত্র ভেদ । পীর বলে না জানিবে না ছাড়িবে বেদ ॥ প্রকারে পাপিষ্ঠ নরে করিতে নিস্তার। আইলাম তোমার কাছে কর অঙ্গীকার ॥ তুমি ভক্ত দৈবমুক্ত অন্তরক্ত , মোরে । প্রকাশিয়া পরিত্রাণ কর কত নরে ॥ জীবের যন্ত্রণ যত অধৰ্ম্মের ফল । পৃথিবীতে অল্প শস্ত মেঘে অল্প জল ॥ অল্প বুদ্ধি অল্প আয়ু অল্প ঋতু আসে। নষ্ট বুদ্ধি নর সিদ্ধি লভিবেক কিসে ॥ শ্রুতি স্মৃতি পুরাণ আগম শাস্ত্র মত। ভুক্তি মুক্তি লভিতে অনেক আছে পথ ॥ তা করিতে বিস্তারিতে বুদ্ধি নহে খাট । তারে লয়ে কালক্রমে লঘু পথে রট । অতি অভাজন জড় মূঢ় বুদ্ধি যারা । সিন্নি দিয়া কৃতকৃত্য হোক গিয়া তারা । তুমি আগে দেহ সিন্নি যাই নিজালয়। পৃথিবীতে পূজার প্রচার যেন হয়। আজি হৈতে আর ভিক্ষ না মাগিও তুমি । হের ধর রতুহার দিয়ে যাই আমি ॥ প্রভু দিল রত্ব দ্বিজ যত্ন করি লয়। বহু স্তুতি কুতি করি করপুটে কয় ॥ কোথা দিব কিবা সিন্নি কিবা আবাহনে । কিবা ঋদ্ধি হয় সিদ্ধি মহিমা কেমনে ॥ সবিশেষ উপদেশ বিশ্বনাথ বলে । বান্ধিবে বিচিত্ৰবেদী মনোহর স্থলে ॥ গোময়ে সুন্দর সংস্কার করে স্থান । আলিপনা আদি ধ্বজ পতাকা নিশান ॥ বেদীতে পাতিবে পীঠ তাতে দিব্য বাস। তাতে ছুরি কাটারি কিম্বা খড়গ চন্দ্রহাস ॥ তারি চারি তরফে সুচারু চারি তীর । তারি মধ্যে অবগত আমি সত্যপীর ॥ পঞ্চদেব পূজা পূৰ্ব্ব পঞ্চ উপচারে। বিষ্ণু বিধি ধ্যান আদি জ্ঞান অনুসারে । উদঘুখে বসিবে বেষ্টিত বন্ধুগণে । সিন্নির সামগ্ৰী বলি শুন ক্রমে ক্রমে । দুগ্ধ গুড় আট রন্ত ফল পান গুয়া । সস্তব বিভব লবে সব সওয়া সওয়া । আবিভূর্ত চতুষ্টয় করিয়া সংযোগ। নমঃ সত্যপরায় বলিয়া দিবে ভোগ ॥ কঁাচার এ মত মতান্তরে শুন পাকা । আন মাস আদি করি কড়ি কিম্বা টাকা ॥ সওয়া সংখ্যক মূল্য যদি সুমিষ্টান্ন হয়। সত্যপীরে সমপিলে কাৰ্য্য সিদ্ধি হয় ॥ যুগলে র্যাহার ইচ্ছা ক'র একমত। ব্ৰতকথা শুনি সবে হবে দণ্ডবৎ । পীরকে সে মজুরা করিবে পুনৰ্ব্বার। সত্যপীর নারায়ণ বিংশতি প্রকার। বিপ্ৰ বাসে নামের তাৎপৰ্য্য শুন আগে। মিথ্যার নৈরাশ হেতু সত্য পুরোভাগে ॥ নারায়ণ নামে সিন্নি না হয় সম্ভব । পীর বলে প্রাণ গেলে না পুজে হিন্দব । অতএব সত্যপীর নারায়ণ নাম। হুকুম মাফিক হদ্ধ বিরচিল রাম ॥ গুন সিন্নি দানের মহিমা অতঃপর । পুজিলে পীরের পদ