পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম খণ্ড, • রামেশ্বরী-সত্যনারায়ণ-পাচালী ৷ స్ప్రిలిన নিরাপদ মর। মা থাকে দুৰ্গতি তার না থাকে দুৰ্গতি। শক্রকে দমন দাতা ধনে ধনপতি। স্বচ্ছন্দে পীরের বরে করে নানা ভোগ । চক্রপাণি চিনিতে চিত্তের হয় না বিবোগ। স্থানে যদি মানে সিন্নি হয়ে শুদ্ধ ভাব । সিদ্ধ এক মাস মধ্যে মনোভীষ্ট লাভ ॥ সঙ্কটে পড়িয়া যদি জপে সত্যপীর। ত্রিভুবনে নির্ভয় সে অব্যয় শরীর ॥ নিরবধি বলে যদি সত্যনারায়ণ । তারে কলি কঁাপে হস্তী সিংহেরে যেমন ॥ ব্ৰতকথা শ্রবণ মাহাত্ম্য কথা মায় । এত শুনি কহে দ্বিজ করিয়া বিনয় । ঘুচিল সংশয় প্রভু সিন্নি দিব আমি। চতুভূজ মূৰ্ত্তিটি দেখাও যদি তুমি ॥ ভক্তের ভাষণে চতুভুজ হৈল হরি । গরুড়স্থ শঙ্খ-চক্রগদাপদ্মধারী ॥ মহাতেজোময় মুর্তি দেখি দ্বিজবর । আনন্দ-সাগরে যেন ডুবিল প্রস্তব ॥ পুলকে প্রেমের সিন্ধু উথলিয়া উঠে । অবাক হয়ে অমনি রহিল করপুটে । কত কষ্টে কহিল চবণে দেহ স্থান । স্বীকার করিয়া হরি হৈলা অন্তৰ্দ্ধান ॥ হাহাকার করি দ্বিজ পড়ে ভূমিতলে । অধমে বঞ্চিত করি কৃষ্ণ কোথা গেলে । কৃষ্ণ কৃষ্ণ করি কৈলা বিস্তব রোদন ৷ হইল আকাশবাণী যাও নিকেতন ॥ উদ্দেশে প্রণাম করি চলে দ্বিজ ধাম । হুকুম মাফিক হন্ধ বিরচিল রাম ॥ হেথা বিষ্ণু গেলা বিষ্ণুশৰ্মার মন্দিরে। ব্রাহ্মণীর বীপ হয়ে বোঝা লয়ে শিরে। কন্যা ভাবে জিজ্ঞাসে কি কর বিষ্ণুপ্রিয়া । বিভূক্ত জামাতা পথে রাধ বাড় গিয়া ॥ হেব ধর তোমাব মায়ের আয়োজন । বস্ত্র আভরণ পর আইস বাছাধন । ভিক্ষুকে পড়িয়া দুঃখ পাইলে প্রচুর। আমি কি করিব বাছা বিধাতা নিষ্ঠুর ॥ যে হৈল সে হৈল দুঃখ গেল অতঃপর । অদ্য লক্ষেশ্বরী হয়ে সুখে কর ঘর । বাপ বুঝে ব্রাহ্মণী হইল প্ৰণিপাত । সাবিত্রী সদৃশী ভব বলে জগন্নাথ ॥ রোদনমুখী হয়ে বামা দিল জল স্থল। জিজ্ঞাসিল কহ বাবা ঘরের মঙ্গল ॥ প্রভু কহে সত্যপীর প্রসাদে আনন্দ । লক্ষ্মী সরস্বতী ঘরে সকলি স্বচ্ছন্দ ॥ বাপে ঝিয়ে অনেক দিবস দেখা নাই । লোকমুখে শুনি ভিক্ষা মাগেন জামাই ॥ সত্যপীর নামে এক দয়াল ঠাকুর। র্তারে সিন্নি দিয়া সব দুঃখ গেছে দুর। অতএব আসিয়াছি দিতে নানাধন । পথে জামাতার সনে হৈল দরশন ॥ দুঃখনাশ উপদেশ কহিয়াছি তারে। র্তেই কি কিনিতে গেলা পাঠাইয়া মোরে ॥ শাকাদি পাকের দ্রব্য আনিয়াছি আমি। বস্ত্র আভরণ পরি ‘রান্ধ গিয়া তুমি। আমি দেখি জামাই আইসেন কতৃদ্বরে। এত বলি গেল হরি বৈকুণ্ঠ-নগরে ৷ ব্ৰাহ্মণী সাদরে পরে বস্ত্র আভরণ। কুলুপী দুবাই শঙ্খ স্ত্রীরাম লক্ষ্মণ ॥ রতি জিনি রূপে ধনি আলো