পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম খণ্ড । • রামেশ্বরী-সত্যনারায়ণ-পাচালী । , వ8లి नाः দুঃখ সদানন্দ বেণে । তার কস্তা চন্দ্রকলা পীর ব্রতে দাসী । ফেলি ছিল প্রসাদ পেয়েছে দুঃখ রাশি ॥ সংক্ষেপে সে সব কথা কহে রামেশ্বর। সদানন্দ দুঃখ ক্রমে শুন সৰ্ব্ব নর ॥ সাধু শুভক্ষণে, কস্তার কারণে, সত্যপীরে সিন্নি মেনে । চন্দ্রকলা সুতা, পাত্র হয়ে দাতা, পীরে পাসরিল বেণে ॥ দক্ষিণ সহরে, নৌকার ব্যাপারে, জামাতা সহিত গেলা । কলানিধি ভূপে, ভেটিয়া কৌতুকে, বিকিকিনি আরস্তিল ॥ চামর চন্দন, আদি নানা ধন, বদলে রাজার সনে । তথ্য হইল ভুষা, ভূপে দিল বাসা, পীরের দুঃখ উঠে মনে ॥ সাধু সুতা পেলে, আম পাসরিলে, প্রমাদে পাড়িব তারে । করিয়া মানন, যেন কোন জন, আর না এমন করে। সুর চোর পর, রোধে নৃপতির, কোষে করাইয়া চুরি । রাজধন লয়ে, রাতারাতি বয়ে, পুরিল সাধুর তরী ॥ কোটাল বিহানে, রাজার তর্জনে, চোরের চেষ্টায় ফিরে । নায়ে নৃপ ঢাল, দেখিয়া কোটাল, যুগল সাধুরে ধরে । মারিল বিস্তর, বান্ধিল সত্বর, অভ্রম ভূপের পাশে । গেল ভারিভুরি, লুট হৈল তরি, বন্দি হল কৰ্ম্মদোষে ॥ কত দিন গেল, বন্ধনে রহিল, অস্থিচৰ্ম্ম হৈল সার । কহে রামেশ্বর, এ ভব সাগর, সত্যপীর কর পার ॥ ঘরে ঝুরে সাধুর যুবতী আর ঝি । সাধু লইয়া বিদেশে না জানি হৈল কি ॥ চন্দ্রকলা বলে মা মরিব বিষ খেয়ে । অভাগিনী জীব আর কার মুখ চেয়ে ॥ স্বামিশোকে শরার যৌবন হৈল কাল । বিরহে বিদরে বুক ষ্মর শরজাল ॥ প্রত্যহ দুঃস্বপ্ন দেখি কত উঠে মুনে। চিরদিন গেল দোহে মজিল পাটনে ॥ মায়ে ঝিয়ে গলাগলি কান্দে উভরায় । বিপ্রবাড়ী শীঘ্র খড়ি গণাইতে যায়। সেই দ্বিজপুত্র বার বৎসরের পরে। বিদেশে বিদ্বান হয়ে আসিয়াছে ঘরে ॥ বালকের বিলম্বে বিরহিণী তার মা । পীরে সিন্নি মেনে পুত্র পেয়ে দেন তা ॥ হেনকালে চন্দ্রকলা গেল সেই স্থানে । ব্রত কথা শুনি সিন্নি খাইল সব সনে ॥ ব্ৰাহ্মণ বালকের আজ্ঞা চন্দ্রকলা পেয়ে । সত্যপীরে সিন্নি মানে শুদ্ধভাব হয়ে ॥ কহে তাত সহ নাথ অনিয়ে দিবে ঘরে । " সেই ক্ষণে সিন্নি আমি দিব সত্যপীরে । ব্রাহ্মণীরে ইসাদ রাখিয়া গেলা ঘরে । সদয় হইল পীর সাধুর উদ্ধারে । অৰ্দ্ধরাত্রি কালে হয় প্রচণ্ড ফকির। স্বল্প কহে বুকে বসি নৃপতি অস্থির ॥ কঁহেরে কুট্টন্‌গির্দ মউত লাগা তেরা । ছোড় সদানন্দকী সেবক হয় মেরা । নহি ঠোর মারেগা রাখেগা কোন চাচা। ও লোকতি চোর হায় তোম লোকভি, সাচ৷ ৷ তক্সীর খাতিরে উস্কে পীর এত কিয়া' ৭এ নহিতো তেরা মাত্তা ও র্কাস্থেলে লিয়া ॥ যাওতেহি লেভা মাত্তা যাও তেহি