পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

忘8° পুরোহিত-দর্পণ । & | বড় খেদ রহিল অন্তরে ॥ মদন মরণে যেন, রতির বিলাপ হেন, কাব্দে কন্যা করিয়া বিলাপ। মায়ের বিদরে বুক, বাপে দশগুণ দুঃখ, ইতরে সবার মনস্তাপ ॥ অশ্রুমুখে কর যুড়ি, বিষম সঙ্কটে পড়ি, ভাবে সাধু পীরের চরণ । করিল অনেক স্তুতি, না হইল অবগতি, মরিতে চলিল তিনজন । ঝাপ দিতে যায় জলে, পীর আসি হেনকালে, বৃদ্ধ বিপ্রবেশে তারে কয়। বলি সাধু শুন সতি, তোমার দুহিতা-পতি, মবে নাই মোর মনে লয় । আমি জ্যোতিৰ্ব্বিদ বড়, গণে পড়ে কই দড়, এই কৰ্ম্মে পাকাইলাম দাড়ি । তোমাব জামাই বটে, ডুবিয়াছে এই ঘাটে, দেবত্বারে দেখি বড় ডরি। এই যে তোমার কন্যা, রূপে গুণে এক ধষ্ঠা, বয়োধৰ্ম্মে বুদ্ধি নহে ভাল। পীরের প্রসাদ ফেলে ভূমে, ছুটে এল গৰ্ব্ব মনে, সেই অপরাধে এত হল। তখন শুনিয়া সাধু কন্যা পানে চায় । চন্দ্রকলা বলে বটে, বাপে বিয়ে করপুটে, কাদে পড়ে ব্রাহ্মণের পায়। বিপ্র বলে যাও যাও, সেই সিন্নি খুজে খাও, পতি পাবে না কান্দ সুন্দরী । শুনে ধনী ধায় তথা, খুজে খাইল সিন্নি যথা, ভেসে উঠে পতি সহ তরী ॥ দেখিয়া বিস্ময় লোক, ঘুচিল দারুণ শোক, খুজে সাধু দ্বিজ নাই কাছে। বুঝে মায়া সদানন্দ, ভাবে পীর পদদ্বন্দ্ব, আনন্দে গদগদ হয়ে নাচে ॥ মায়ে বিয়ে চন্দ্রকলা, ডিঙ্গা মঙ্গলিতে গেল! আগে পিছে শতসামন্তিনী । আনন্দে নাহিক ওর, শঙ্খ ঘণ্টা ঘন ঘার, হুলাহুলি জয় জয় ধ্বনি ॥ শ্বশুর জামাতা রঙ্গে, ইষ্ট মিত্র করি সঙ্গে, শুভক্ষণে প্রবেশিল ঘৱ । বাণিজ্যের সজ্জা যত, সাধুর ভাণ্ডারে দ্রুত, বহে যত নায়ের নফর। সাধু সওয়া সহস্রের, সিন্নি আনি দ্রুততর, পূজিলেক পীরের চরণ ! পূর্ণ হৈল মনোরথ, পীর প্রতি সাধু স্বত, খৈরাত করিল নানা ধন ॥ দেখনিয়া লোক যত, সাধু সঙ্গে অবিরত, সবে পুজে পীরের কদম। শক্ৰ তুল্য ধনে জনে, বাড়িলেক অল্পদিনে, পরলোকে জিনিলেক যম ৷ এ কথা শ্রবণ কালে, যেবা অন্য কথা ললে, আর সেবা করে উপহাস । লাঞ্ছিত সে সৰ্ব্ব ঠাই, তাহাব নিস্কৃতি নাই, অকস্মাৎ হয় সৰ্ব্বনাশ ॥ সিন্নি দিলে শুদ্ধভাবে, শুনিলে বাঞ্ছিত লভে, পুত্র দারা অর্থ ঘোড়া দোলা । কহে দ্বিজ রামেশ্বর, বুঝে কাৰ্য্য কর নর, শুন প্রভুর অষ্টমঙ্গলা । কলির প্রথম তত্ত্ব ফকিরত্ব কায়া । দ্বিতীয়ে দরিদ্র দ্বিজে দিলে - পদছায়া । তৃতীয়ে ত্ৰিবিধ লোকে করিল নিস্তার। চতুর্থে উৎকট কষ্ট নষ্ট কাঠুরার কন্যা জন্য মাননে পঞ্চমে পরাৎপর। সদানন্দ সাধুরে সংকট, দিলে বর ॥ পাসরণে প্রতিফল বন্ধন বিদেশে। ষষ্ঠে তুষ্ট হয়ে কষ্ট দুর