পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম খণ্ড । ਬੋਲੀਬ-ਕਣ । ¥8ዓ ' -=ജഷ কৈল শেষে ॥ সপ্তমে সাধুর সনে পথে দরশন। অষ্টমে অবলার অহঙ্কার বিমোচন ॥ কত ঠাই ঠাকুবালী করিয়া প্রচুর । দরিদ্রের দুঃখ ক্লেশ কত কৈলা দূর ॥ পুত্রার্থীবে পুত্র দিলে ধনার্থীরে ধন। দারার্থী সদাই সেবে তোমার চরণ ॥ তোমারে যে পূজে তার চতুৰ্ব্বৰ্গ আগে । কুবৃদ্ধি বন্ধনে মুক্ত রোগী মুক্ত রোগে ৷ শুদ্ধভাবে শুনে যে তোমার উপাখ্যান । কত শত পাপে পাপী পায় পরিত্রাণ ॥ এমত মহত্ব প্রভু মহিমাসাগর। কি বলিতে জানি আমি তুচ্ছ বুদ্ধি নর। আপনি রচিলা প্রভু আপন কীৰ্ত্তন । মোর দোষ ক্ষম নাথ চরণে শরণ ॥ নায়কে সস্তুষ্ট হও গায়কে সুস্বব । আসর সহিত সত্যপীর দেবে বর ॥ গ্রন্থ সাঙ্গ হৈল বিরচিল দ্বিজ রাম । সবে হরিধ্বনি করি মজুরা প্রণাম ॥ পীঠ ভাগ পাঠক পূজকে আর দেন । যতেকের সিন্নি তার চৌথাই দক্ষিণ ॥ পুস্তক পড়িতে দিবে পণ্ডিতের ঠাই । গবা গুলা গ্রন্থ যেন গোব রায় নাই ॥ ভবা ভাব্য হইলে কাব্য ছাপে নাই তাকে । বসত্ত কোকিল যেন বুকে বসে ডাকে ॥ ইতি রামেশ্ববী-সত্যনারায়ণ ব্ৰত- কথা সমাপ্তা। ভ্রাতৃদ্বিতীয়া । কাৰ্ত্তিক মাসের শুক্ল দ্বিতীয়াতে এই ব্রত করিতে হয় । ভ্রাতৃগণের মঙ্গল কামনায় ভগিনীরা এই ব্ৰত করিবে । এই ব্ৰত করিলে ভ্রাতার দীর্ঘায়ু ও সুখ-সৌভাগ্যশালী হইয়া থাকে । ভগিনী সংযত ও উপবাসী থাকিয়া প্রথমতঃ পুরোষ্ঠিত দ্বারা যথাবিধানে ংকল্পাদি করতঃ গণেশাদি-দেবতা-পূজাস্ত কৰ্ম্ম করাইয়া যম, যমুনা ও চিত্রগুপ্তের পূজা করাইবে । পরে ভ্রাতার ললাটে ঘৃত, চন্দন ও কজ্জল দ্বাবা তিলকদানপূৰ্ব্বক নানাবিধ গন্ধ মাল্যালঙ্কারে ভ্রাতাকে ভূষিত করতঃ দ্বধ কলা প্রভৃতিব দ্বারা চরু প্রস্তুত করিয়া নিম্নলিখিত মন্ত্র পাঠ করিয়া ভ্রাতার হস্তে ঢালিয়া দিবে। ভ্রাতা উহ! পান করিবে । এইরূপে তিনবার মন্ত্র পাঠ করিয়া তিন গণ্ডুষ চরু পান করাইবে, মন্ত্র যথা— , “জ্ঞাতস্তবায়ুজাতাহং ভূক্ষ, ভক্তমিদং শুভম্। প্রতিয়ে যমরাজস্ত যমুনায়। বিশেষতঃ ”