পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెtt> পুরোহিত-দর্পণ । ०म ष७ ।। তু সরস্বতী ॥ পাবকী মে দিশঃ পাতু পাবকী জলশায়িনী। যাতুধানী দিশং রক্ষেৎ যাতুধানী ভয়ঙ্করী। পাবমানী দিশং রক্ষেৎ পাপীনাঞ্চ বিনাশিনী । দিশং রৌদ্রী সদা পাতু রুদ্রাণী রুদ্ররূপিণী ৷ উৰ্দ্ধং ব্রহ্মাণী মে রক্ষেদধস্তাদ্বৈষ্ণবী তথা । এবং দশ দিশে রক্ষেত সৰ্ব্বত্র ভুবনেশ্বৰী ॥ তৎপদং পাতু মে পাদং জঙ্ঘে মে সবিতুঃ পদম্। বরেণ্যং কটিদেশন্তু নাভিং ভগস্তথৈব চ। দেবস্ত পাতু হৃদয়ং ধীমহীতি গলন্তথা । ধিয়ো য়ে ইতি মে নেত্ৰং নঃ পদস্তু ললাটকম্ ॥ এবং পাদাদিমূৰ্দ্ধান্তং সৰ্ব্বাঙ্গং মে প্রচোদয়াৎ। ওঁ । ইদস্তু কবচং পুণ্যং হত্যাকোটিবিনাশনম্। চতুঃষষ্টিকলাবিদ্যা সৰ্ব্বপাপপ্রণাশিনী ॥ জপারস্তে চ গায়ত্ৰীজপান্তে কবচং পঠেৎ । গো-স্ত্রী-ব্ৰহ্মবধাদীনি মিত্রদ্রোহাদপতকৈঃ। মুচ্যতে সৰ্ব্বপাপেভ্য: পরং ব্রহ্মাধিগচ্ছতি ॥ ইতি শ্রব্রহ্মনারদসংবাদে গায়ন্ত্রী-কবচং সমাপ্তম্ ॥ দত্তকপুত্র-গ্রহণবিধি । শুভকালে পালকের পিতা মাভা তাত্মীয়স্বজন গুরুপুরোহিতাদির সহিত বালককে যাগ মণ্ডপে আনয়ন করতঃ ঘটস্থাপন করিবে । গ্রহীতৃপক্ষীয়গণ পূৰ্ব্বমুখ ও দার্তৃপক্ষীয়গণ পশ্চিমমুখ হইয়া বসিবে উভয়পক্ষে দশজন করিয়া ব্রাহ্মণ স্থাপন করতঃ গন্ধবস্ত্রাদিদ্বারা তাহাঙ্গের পূজা করিয়া গ্রহীতা কৃতাঞ্জলি হইয়া “ওঁ সাধু ভবন্ত আসতামূ” ইহা বলিবে । ব্রাহ্মণগণ “ওঁ সাধু বয়মাস্মহে” ইহা বলিবেন । গ্রহীতা “ওঁ আর্চয়িষ্যামো ভবতঃ” ব্রাহ্মণগণ “ওঁ অৰ্চয়” বলিবেন । পরে “ওঁ অদ্যেত্যাদি-দম্পত্যেরাবয়োঃ কৰ্ত্তব্য-দত্তক-পুত্রগ্রহণকৰ্ম্মণি শুভং শুভমিত্যাদিবাক্যকথনায় যথাসম্ভবগোত্রনামে দশব্রাহ্মণান এভিগন্ধাদিতিরভ্যর্চ্য ভবত আবাং বৃণীবহে” বলিবে । ব্রাহ্মণগণ “ওঁ বৃতাঃ স্মঃ” ইহা বলিবেন । গ্রহীতা—“ওঁ যথাবিহিতং শুভং শুভমিতি বাক্যকথনং কুরুত” ব্রাহ্মণগণ “ওঁ যথাবিহিতং করবাম” বলিবেন । এই প্রকারে দাতাও ব্রাহ্মণদিগকে বরণ করিবেন। পরে গ্রহীতা স্বৰ্য্যাধ্য প্রদান করতঃ স্বস্তিবাচনপূৰ্ব্বক সংকল্প করিবেন। যথা—“আদ্যেত্যাদি অমুকগোত্রেী অমুকী—অমুকে দম্পতী দত্তকপুত্রকার্মেী দত্তক-পুত্রগ্রহণমাবাং করিষাবহে ।” পরে স্বশাখোক্ত স্থত্ত পাঠ করিবে । অতঃপর ব্রাহ্মণত্রয়কে বস্ত্রাদিদ্বারা অৰ্চনা করিয়া—“ওমস্ত অমৎসংকল্পিতদত্তক