পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম খণ্ড । দত্তাকন্যাশৌচ-ব্যবস্থা । স্ত্রী-অশৌচ ৷ উনদ্বিবর্ষান্মরণে সদ্যঃশৌচমুদাহৃতম্ ॥ কুৰ্ম্মপুরাণম্। দুই বৎসর বয়স পূর্ণ না হইতে যদি কোন বালিকার মৃত্যু হয়, তাহা হইলে সকলের পক্ষেই সদ্যঃশৌচ ৷ ততো বাগানপর্য্যন্তং যাবদেকাহমিমৃতে । আদিপুরাণম্। দুই বৎসরের পরে বাগদান কাল পর্য্যন্ত বয়সের মধ্যে কোন বালিকার মৃত্যু হইলে সকলের পক্ষেই একদিন অশৌচ হয় । বাক্প্রদালে কৃতে তত্র জ্ঞেয়ঞ্চোভয়তন্ত্র্যহং । পিতুৰ্ব্বরস্ত চ ততো দত্তানাং ভর্তুরেব হি । আদিপুরাণম্। কস্তার বাগদান হইয়া মৃত্যু হইলে পিতৃকুল ও ভর্তৃকুল উভয় কুলেই ত্রিবাত্রি অশৌচ হয় । অঙ্গর কন্যার বিবাহ হইয়া মৃত্যু হইলে ভর্তৃকুলেই সম্পূর্ণ অশৌচ হয়। আদস্তাৎ সোদরে সদ্য অচুড়াদেকরাত্ৰকং । আপ্রদানাৎ ত্রিপাত্ৰং স্তাদশরত্রমতঃপরং । কুৰ্ম্মপুরাণম্ । দস্তজননকালের মধ্যে অর্থাৎ জননের পর ছয়মাস বয়সের মধ্যে কোন বালিকার মৃত্যু হইলে সোদর ভ্রাতার সদ্যঃশৌচ, দস্তজননের পর চুড়াকাল পর্যন্ত অর্থাৎ দুই বৎসরের মধ্যে বালিকার মৃত্যু হইলে সোদর ভ্রাতার এক রাত্র অশৌচ হয়। অনন্তর বাগদান কাল পর্যন্ত সোদরের ত্রিরাত্র অশোঁচ হয়। ইহার পর কন্যার মরণে ভ্রাতার অশৌচ হয় না, অর্থাৎ কন্যার বিবাহ হইলে পতিকুলে সম্পূর্ণ অশৌচ হইবে । দত্তাকন্যাশৌচ-ব্যবস্থা । দত্ত কন্যা পিতুর্গেহে স্বয়তে ম্ৰিয়তেহথবা । স্বমশৌচং চরেৎ সম্যকৃ পৃথকৃস্থানব্যবস্থিতা ৷ যদি বিবাহিতা কন্যা পিতার গৃহে প্রসব করে, অথবা সেই গৃহেই তাহার মৃত্যু হয়, তাহা হইলে পিতামাতার ত্রিরাত্রি ও সোদর ভ্রাতার একরার অশৌচ হয়। আর কন্যা পিতৃগৃহে প্রসব করিলেও পুত্রজননে একবিংশতি *দিন এবং কন্যাজননে একমাস অশৌচ হয় এবং স্বামী ও তাহার সপিণ্ড জ্ঞাতিবর্গের সম্পূর্ণ অশৌচ হয়।