পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెbూరి পুরোহিত-দর্পণ i C 한) || যে সমস্ত প্রাণীর মাংস অভক্ষ্য, তাহাদের মৃত শরীর কোন সরোবরাদির জলে পতিত হইলে সেই জল অশুদ্ধ হয় । শতং ষষ্ট্যথবা ত্রিংশৎ তোয়কুস্তান সমুদ্ধরেৎ । পঞ্চগব্যং ততস্তেষু প্রক্ষিপেষ্মন্ত্রপূর্বকং ॥ উক্তরূপে কোন সরোবরাদির জল অশুদ্ধ হইলে, সেই সরোবর হইতে একশত, পুষ্করিণী হইতে যাইট এবং কূপ হইতে ত্রিশ কলসী জল ফেলিয়া দিবে এবং মন্ত্রপুত পঞ্চগব্য সেই সরোবরাদিতে নিক্ষেপ করিলে তাহার জল শুদ্ধ হইবে । தம்_த প্রায়শ্চিত্ত-ব্যবস্থ। । তপস্যা, দান ও ব্র ত প্রভৃতি যে সকল কৰ্ম্মম্বারা সঞ্চিত পাপ নাশ হয়, সেই কার্য্যের নাম প্রায়শ্চিত্ত । পাতক নববিধ —অতিপাতক, মহাপাতক, অনুপাতক, উপপাতক, জাতিভ্রংশকর, সঙ্করীকরণ, অপাত্রীকরণ, মলাবহ ও প্রকীর্ণ। অতিপাতক-জননী, কন্যা ও পুত্রবধূগমন । মহাপাতক—ব্ৰহ্মহত্যা, সুরা ( মদ্য ) পান, স্তেয় ( অশীতিরত্তিক সুবর্ণ হরণ ), গুরুপত্নী ( মাতৃ-সপত্নী ) গমন এবং উক্ত মহাপাতকীর সহিত সংসর্গ। অমুপাতক—পিতৃব্যপত্নী, মাতামহী, মাতুলানী, শ্বাশুড়ী, রাজপত্নী, পিতৃমাতৃভগিনী, শ্রোত্রিয়পত্নী, পুরোহিতপত্নী, অধ্যাপকপত্নী, বন্ধুস্ত্রী, স্তগিনীর সখী, সগোত্রা স্ত্রী, চাণ্ডালী, রজঃস্বল ও শরণাগত স্ত্রীগমন, জাতির উৎকর্ষার্থ মিথ্যা বাক্য বলা এবং গুরু ( পিতৃ ) সম্বন্ধে মিথ্যা বাক্য বলা । উপপাতক-গোবধ, অযাজ্য যাজন, পরস্ত্রী-গমন, গুরুজনের সেবা না করা ও পুত্রাদির অপরিপালন । জাতিভ্রংশকর,—ব্রাহ্মণপীড়ন, মিত্রপ্রবঞ্চনা, মদ্যের আম্ৰাণ লওয়া ও পুরুষমৈথুন । সঙ্করীকরণ,—গর্দভ ও অশ্বাদি জন্তু বধ । অপাত্রীকরণ,—কুৎসিত বাণিজ্যকরণ, শূদ্রসেবা ও মিথ্যাবাক্য কথন। মলাবহ,-কৃমি, কীট ও পক্ষিবধ, মদ্যসংস্থষ্ট মাংস ভক্ষণ, পুষ্প ও কাষ্ঠহরণ । প্রকীর্ণপাতক,-যে সকল পাপের বিশেষ নামান্তর নাই ।