পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

N পুরোহিত-দর্পণ। ' >य भं७ ।। SASAMSMSAS A SAS T T S দধি, দুগ্ধ ঘৃত, শর্কর ও মধু এই পঞ্চামৃত । সৰ্ব্বকৰ্ম্মে ইহা প্রশস্ত । ব্রিবেদীয় পঞ্চামৃত শোধনমন্ত্র । যে যে বেদোক্ত পঞ্চগব্যশোধনে দধি, দুগ্ধ প্রভৃতির শোধনমন্ত্র উল্লিখিত হইয়াছে, পঞ্চামৃত শোধনেও তত্তন্মন্ত্র প্রয়োগ করিবে । কুশোদক শোধনের মন্ত্রে শর্করা শোধন করিলে । | মধুশোধনের মন্ত্ৰ—ওঁ মধু বাত ঋতীয়তে মধু ক্ষরস্তি সিন্ধবঃ। মাধীনঃসন্তোষধী ! ওঁ মধু নক্তযুতোষসে মধুমৎ পার্থিবং রজঃ । মধু দ্যৌরস্তু নঃ পিতা। ওঁ মধুমান্নো বনস্পতিমধুর্ম। অস্তু সূৰ্য্য । মাধ্বীর্গাবো ভবন্তু নঃ । ওঁ মধু ওঁ মধু ওঁ মধু। বেদী-শোধনমন্ত্র । কুশোদক দ্বারা বেদীতে জলের ছিটা দিয়া পাঠ করিলে,-- ওঁ দেবস্ত ত্ব। সবিতুঃ প্রসবেইখিনোৰ্বাহুভ্যাং । পুষ্ণে হস্তাভ্যামাদদে। ওঁ বেদ্যঃ বেদি সমাপ্যতে বহিষ বৰ্ছিরিন্দ্রিয়ম্। যুপেন যুপ আপ্যায়তাং প্রণীহে। অগ্নিরগ্নিনা । পঞ্চশস্ত । ধান্তমাসাস্তিলা মুদ্ৰগাঃ সযবাঃ পঞ্চশস্তকাঃ । ধান্ত, মাষকলাই, তিল, মুগ ও যব ইহাই পঞ্চশস্ত । পঞ্চরত্ন ।

  • মণিমুক্তাপ্ররালঞ্চ রজতং কাঞ্চনস্তথা ।

পঞ্চরত্নমিদং প্রোক্তং ঋষিভিঃ পূৰ্ব্বদর্শিতঃ ॥ মণি,মুক্তা, প্রবাল, রৌপ্য ও স্বর্ণ ঋষিগণ ইহাদিগকে পঞ্চরত্ন বলেন। 翻 নবরত্ব ৷ ” মুক্তামাণিক্যবৈদুৰ্য্য গোমেদান রক্তবিক্রমে। পররাগং মরকতং নীলঞ্চেতি যথাক্ৰমাৎ ॥ মুক্তা, মাণিক্য, বৈদুৰ্য্যমণি, গোমেদমণি, রক্তমণি, বিক্রমমণি, পদ্মরাগমণি, মরকত ও নীলমণি এই নবরত্ন ।