পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సెbrశ్చి পুরোহিত-দৰ্পণ । १ष ५७.। --ബ് – = حتي جدك চান্দ্রায়ণব্যবস্থা। তভু চতুৰ্ব্বিধং । পিপীলিকামখ্যাখ্যং, যবমধ্যাখ্যং, যতিচান্দ্রায়ণং, 1. শিশুচান্দ্রায়ণঞ্চেতি । " . " চান্দ্রায়ণব্ৰত চারিপ্রকার শাস্ত্রে নির্দিষ্ট আছে। যথা,-পিপীলিকামধ্যচান্দ্রায়ণ, যবমধ্যচান্দ্রায়ণ, যতিচান্দ্রায়ণ ও শিশুচান্দ্রায়ণ, ক্রমশঃ এই চতুৰ্ব্বিধ চান্দ্রায়ণের লক্ষণ কথিত হইতেছে । একৈকং হ্রাসয়েৎ কৃষ্ণে শুক্লপক্ষে বিবৰ্দ্ধয়েৎ । Tهs উপস্পৃশংস্ত্রিসবনমেতচ্চান্দ্রায়ণং স্মৃতং । পিপীলিকামধ্যচান্দ্রায়ণং পূৰ্ব্বে যে চারিপ্রকার চান্দ্রায়ণ উক্ত হইয়াছে, তাহাদিগের মধ্যে প্রথমোক্ত পিপীলিকা-মধ্যচান্দ্রায়ণের লক্ষণ কথিত হইয়াছে। প্রথমতঃ কৃষ্ণপক্ষের প্রতিপদে আরম্ভ করিয়া, অমাবস্তী পৰ্য্যন্ত এক এক দিনে এক এক গ্রাস হ্রাস করিয়া ভোজন করিবে, অর্থাৎ কৃষ্ণপ্রতিপদে ১৪ গ্রাস, দ্বিতীয়াদিনে ১৩ গ্রাস এবং তৃতীয়াদিনে ১২ গ্রাস ভোজন করিবে। এইরূপে হ্রাস করিতে করিতে অমাবস্তাদিনে উপবাস করিবে । পরে শুক্লাপ্রতিপদ হইতে এক এক গ্রাস করিয়া বৃদ্ধি করিবে, অর্থাৎ শুক্লপ্রতিপদে ১ গ্রাস, দ্বিতীয়াতে ২ গ্রাস এবং তৃতীয়াতে ৩ গ্রাস আহার করিবে । এইরূপে ক্রমশঃ এক এক দিনে এক এক গ্রাস করিয়া বৃদ্ধি করিয়া পূর্ণিমাদিনে ১৫ গ্রাস ভোজন করিবে এবং প্রতিদিন তিন সন্ধ্যা স্বান করিবে । এইরূপ এক মাস পর্য্যন্ত ব্ৰত করিলেই পিপীলিকামধ্যাখ্য চান্দ্রায়ণ হয় । এবমেব বিধিং কৃৎসমাচরোযবমধ্যমে । শুক্লকৃষ্ণাদিনিয়তশচরংশচীন্দ্রায়ণং ব্ৰতং ॥ ঘবমধ্য চান্দ্রায়ণেও পূৰ্ব্ববৎ বিধি জানিবে, ইহার বিশেষ এই যে, এই চান্দ্রায়ণ শুক্লপক্ষের প্রতিপদে আরস্ত করিতে হয় । অর্থাৎ শুক্লপ্রতিপদে একগ্রাস, দ্বিতীয়াতে দুই গ্রাস এবং তৃতীয়াতে তিন গ্রাস, এইরূপে বৃদ্ধিক্রমে পূর্ণিমাদিনে ১৫ গ্রাস ভোজন করিয়া কৃষ্ণপক্ষের প্রতিপদ হইতে প্রতিদিন এক এক গ্রাস হ্রাস করিয়া অমাবস্তা দিনে উপবাস করিবে, এইরূপে আদি অন্তে হ্রাস ও মধ্যে স্কুল যবের ন্যায় আহারের ও আদি অন্তে, অল্পতা এবং মধ্যে পুষ্টতাপ্রযুক্ত ইহার নাম যবমধ্যচান্দ্রায়ণ হইয়াছে।