পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

مq= 岔b-b” পুরোহিত-দপণ । পরিশিষ্ট পুষ্প কিম্বা জল হস্তে থাকিলে, তৈলাভ্যঙ্গ করিলে কিম্বা জলে অবস্থান করিলে আশীৰ্ব্বাদ কি নমস্কার কিছুই করিতে হয় না, উক্ত অবস্থায় আশীৰ্ব্বাদ কিংবা নমস্কার করিলে উভয় ব্যক্তিই নরকগামী হইয়া থাকে। নবীনমূল্ময়ে পাকং কুরুতে যে নরাধমঃ । অনলং যাচকে দদ্যাত্তৎপাকস্তস্ত পাকবৎ ॥ নূতন মৃত্তিকাপাত্রে হবিস্তান্ন পাক করিবার সময়ে যে অগ্নিযাচককে অগ্নিদান করে, তাহার সেই পাক অগ্নিযাচকের পাকতুল্য হইবে । শূদ্রায়াগ্রিঞ্চ যে দদ্যাৎ পাককালে বিশেষতঃ । শূদ্ৰপক্কং ভবেদস্নং ব্রাহ্মণস্তদ্বিবর্জয়েৎ ॥ পাককালীন শূদ্রকে অগ্নিদান করিলে সেই অন্ন শূদ্রপাকান্ন তুল্য হয়, অতএব পাক সময়ে শূদ্রকে অগ্নিদান করিবে না । আয়ুস্থ্যং প্রায়ুখো ভুঙক্তে যশস্তং দক্ষিণামুখঃ । শ্ৰিয়ং প্রত্যযুখো ভুঙক্তে ঋতং ভুঙক্তে হু্যদঙ মুখঃ ॥ আয়ুঃ কামনা করিলে পূৰ্ব্বমুখ হইয়া ভোজন করিবে, যশঃপ্রার্থী ব্যক্তির দক্ষিণমুখ হইয়া ভোজন করিতে হয়, আর ঐকামী ব্যক্তি পশ্চিমমুখ হইয়া ভোজন করিবে এবং নিষ্কাম-মনুষ্যের উত্তরমুখ হইয়া ভোজন করা কৰ্ত্তব্য। পরিবেশনকালে চ ভোক্তারং স্পৃশতে যদি । তদুচ্ছিষ্টং ভবেদস্নং পত্নীবর্জ্যমিতি স্মৃতিঃ । ভোজন সময়ে যদি পরিবেশক ভোক্তাকে স্পর্শ করে, তবে সেই অন্ন পরিবেশকের উচ্ছিষ্ট তুল্য হয়, কিন্তু পত্নী পরিবেশিকা হইয়া পতিকে স্পর্শ করিলে দোষজনক হইবে না, স্মৃতিশাস্ত্রের এই মত । খাদিতাৰ্দ্ধং পুনঃ খাদন মোদকানি ফলানি চ । প্রত্যক্ষং লবণঞ্চৈব খাদন গোমাংসভক্ষকঃ ॥ অৰ্দ্ধখাদিত মোদক ও ফল পুনৰ্ব্বার ভোজন এবং দৃষ্টলবণ ভক্ষণ করিলে গোমাংসতুল্য হইয়া থাকে । আপোশনে চাচমনে পয়শ্চোয্যেষু চ দ্বিজ । শব্দং ন কারয়েদ্বিপ্রঃ কুৰ্য্যাচেন্নারকী ভবেৎ ॥ ናኋ আপোশন—জলগঙুষ পানকালে, আচমন সময়ে; জল, দুগ্ধাদি তরল দ্রব্য পানকালীন এবং চোষ্য দ্রব্য খাওয়ার সময় দ্বিজগণ শব্দ করিবে না, উক্ত সময়ে শব্দ করিলে নরকগামী হইতে হয় । 曙 考