পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

పెనా8 পুরোহিত-দৰ্পণ । পরিশিষ্ট কুষ্মাণ্ডে চার্থহানিঃ গুদুরূহত্যাং ন স্বরেন্ধরিম্ । । বহুশক্ৰঃ পটোলে স্তাদ্ধনহানিশ্চ মূলকে ॥ কলঙ্ক জায়তে বিবে তিৰ্য্যগ, যোনিশ্চ নিম্বকে । তালে শরীরনশঃ স্তান্নারিকেলে চ মুখত ॥ তুম্বী গোমাংসতুল্য স্থাৎ কলম্বী গোবধাত্মিক । শিৰী পাপকরী প্রোক্তা পুতিক ব্রহ্মবাতিক । বাৰ্ত্তাকে সুতহানিঃ স্তাচ্চিররোগী চ মাষকে । মহাপাপকরং মাংসং প্রতিপদাদিষু বৰ্জয়েৎ ॥ কোন তিথিতে কোন দ্রব্য ভক্ষণ নিষেধ, তাহা কথিত হইয়াছে। প্রতিপদ তিথিতে কুষ্মাণ্ড ভক্ষণ করিলে ভোক্তার অর্থহানি হয়, দ্বিতীয়াতে বৃহতী ভক্ষণে হরিস্মরণের অধিকার থাকে না ; এইরূপ তৃতীয়াতে পটোল খাইলে শক্রবৃদ্ধি, চতুর্থীতে মুলাতে ধনহানি, পঞ্চমীতে বিশ্বে কলঙ্ক, ষষ্ঠীতে নিম্বে তিৰ্য্যগ যোনিপ্রাপ্তি, সপ্তমীতে তালে শরীর বিনাশ, অষ্টমীতে নারিকেলে মূৰ্খতাপ্রাপ্তি, নবমীতে অলাবু গোমাংসতুল্য, দশমীতে কলম্বী গোবধজনিকা, একাদশীতে শিম্বী ( শিম ) পাপকরী, স্বাদশীতে পুতিক ব্ৰহ্মঘাতিকা, ত্রয়োদশীতে বাৰ্ত্তাকু ভক্ষণে স্বতহানি, চতুর্দশীতে মাষকলাই ভক্ষণে চিররোগযুক্ত এবং পূর্ণিমা ও অমাবস্ত তিথিতে মাংসভক্ষণ মহাপাপকর হইয়া থাকে। অতএব ঐ সকল তিথিতে উক্ত সকল দ্রব্য পরিত্যাগ করা বিধেয় । কুষ্মাণ্ডঘাতিনী নারী দীপনির্বাপকঃ পুমান । অচিরেণৈব কালেন বংশনাশস্তয়োর্ডবেৎ ॥ স্ত্রীলোক যদি কুষ্মাণ্ড ছেদন এবং পুরুষে যদি প্রদীপ নিৰ্ব্বাণ করে, তাহা হইলে তাহাদের বংশনাশ অচিরে হইয়া থাকে । I 曙 ভূক্ত পিতৃগৃহে কন্যা ভুঙক্তে স্বামিপৃহে যদি । দেীর্ভাগ্যং জয়তে তস্তাঃ সা পত্নী কুলনাশিকা । কষ্ঠা পিতৃগৃহে ভোজন করিয়া যদি স্বামিগুহে ভোজন করে, তাহা হইলে সে দুর্ভাগ্যাম্বিতা ও কুলক্ষয়কারিণী হইয়া থাকে । Ha " আসনে শয়নে দানে ভোজনে বস্ত্রসংগ্রহে । 帖 বিবাদে চ বিবাহে চ ক্ষুতঃ সপ্তসু শোভনম । আসন পরিগ্রহ সময়ে, শয়নকালে এবং দান, ভোজন, বস্ত্রসংগ্রহ, বিবাদ ও বিবাহ সময়ে ক্ষুত ( ইচি ) শুভকরী হইয়া, থাকে। - . . . . . . .