পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফৰ্দ্দমালা। । حصلح و بنو دي مصاص. প্রায় সমস্ত ক্রিয়াকাণ্ডের প্রয়োজনীয় দ্রব্যের ফর্দসমূহ এস্থলে প্রদত্ত হইল । অনেক সময় পুরোহিত ও যজমান উভয়েই কৰ্ম্মের প্রয়োজনীয় দ্রব্যের ফর্দের জন্য বিপন্ন হইয়া পড়েন, সেই অভাব পুরণার্থ ফর্দগুলি প্রদত্ত হইল। কিন্তু এস্থলে বলিয়া রাখা কৰ্ত্তব্য যে, দেশ, কাল, পাত্র ও কৰ্ম্ম কৰ্ত্তার অবস্থা ভেদে কৰ্ম্মের ও দ্রব্যের তারতম্য ঘটিয়া থাকে। এতদ্ভিন্ন দেশাচার ও কুলাচারে যাহা প্রচলিত আছে, তাহ অবহু কৰ্ত্তব্য } শাস্ত্রে আছে,—“দেশান্থশিষ্টং কুলধৰ্ম্মমগ্র্যং সগোত্রধৰ্ম্মং ন হি সন্ত্যজেচ্চ।” আর দ্রব্যাদি প্রদান, দাতার অবস্থার উপর নির্ভর করে। অবস্থা মন্দ হইলে এই ফর্দের পরিবর্তন হইতে পারে। আমরা মধ্যবিত্ত-শ্রেণীর উপযোগী ফৰ্দ্দই লিখিয়া দিলাম । বলা বাহুল্য, বিত্ত থাকিতেও তাহাতে কৃপণতা করিলে কার্য্যের ফললাভ হয় না এবং বিত্তশাঠ্য দোষ জন্মিয় থাকে যথা— বিত্তশাঠ্যং ন কুৰ্ব্বাণঃ সম্যকু ফলমবাপ্ল স্থাৎ । কুৰ্ব্বাণে বিত্তশাঠ্যন্তু লভতেইসদৃশং ফলম্ ॥ অর্থের শঠত না করিয়া . কাৰ্য্য করিলে তাহাতে সম্যক্ ফললাভ হয়, কিন্তু অর্থশাঠ্য করিলে তদনুরূপ ফললাভ হয় না । সামবেদীয় নান্দীমুখের দ্রব্য। ষষ্ঠীর শাট ১, মার্কণ্ডেয়ের জোড় ১টা, আসনাঙ্গুরীয় ২ প্রস্থ, মধুপর্কবাটি ২, ঘট ১, বটের ডাল ১, সিন্দুর, নৈবেদ্য ১, কুচানৈবেদ্য ১, দধি, মধু ঘৃত, চিনি, বসুধারার ঘূত /v০, কদলীপত্র, গৌৰ্য্যাদি-ষোড়শমাতৃকার শাট ১৭ খান, আসনাঙ্গুরীয় ১৭, মধুপর্কবাটি ર, নৈবেদ্য (ভোজ্য) ১৭, অশক্তপক্ষে – নৈবেদ্য ( ভোজ্য ) ১০, পুষ্প, দুৰ্ব্বা, মালা, তুলসী, বিবপত্র, ধূপ, দীপ, বরণডাল ১ প্রস্থ, শ্ৰী ১টা, মাঙ্গল্য স্থপ, ( কুল! ) ও ভাড় ৪ টা, বুদ্ধিsাদ্ধ — প্রশস্তপক্ষে বস্ত্র ৭, মধ্যবিত্তপক্ষে বস্ত্র ২, পঙ্ক কদলী ১৭ গণ্ডা, পান ১৭ সুপারি ১৭ গণ্ড1, আতপতণ্ডুল, ং যজ্ঞোপবীত ফলমূলাদি, যব, তিল, হরীতকী, তুলসী, পুষ্প, দুৰ্ব্বা, দধি, দক্ষিণ । *