পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট্র ]* ফর্দিমালা । .పాపెఫె বরণডালা —মহা ( গঙ্গামৃত্তিক ), গন্ধ, শিলা ( হড়ি :), १fत्र, দুৰ্ব্বা, পুষ্প, ফল (অখণ্ড কলাছড়া ) দধি, ঘৃত, স্বস্তিক (পিটুলী নিৰ্ম্মিত), লিঙ্গুর, শঙ্খ, কজল, রোচনা (হরিদ্র), কাঞ্চন, রৌপ্য, তান্ত্র, সিদ্ধার্থ (শ্বেত সর্ষপ), দর্পণ, অলক্ত (আলতা), হরিদ্রাস্বত্র, লৌহ, চামর, দীপ। সামবেদীয় দশবিধ সংস্কারের দ্রব্য। বিবাহ !—নান্দীমুখ—বরের পট্টবস্ত্র ১ জোড়, কন্যার পট্টবস্ত্র শাট >> টােপর ১, বরের বরণাঙ্গুরী ১, ফুলের গড়েমাল ১ ছড়া, জুতা ১ জোড়া, যথাশক্তি দানীয় দ্রব্যাদি, আচ্ছাদনার্থ ধুতি ১, গামছা ১, জামাতার বরণবস্ত্রাদি, কোশ কুশি ১ প্রস্থ, তিল, হরীতকী, পুষ্প, দুৰ্ব্বা, তুলসী, ধূপ, দীপ, হরিদ্রাবর্ণের গাঁটছড়া বাধিবার গামছ ১, পাচফল ( বয়ড়া, হরীতকী, সুপারি, জায়ফল, আমলকী), মধুপর্কের র্কাসার বাটি ২, ঘৃত, দধি, ছাউনি নাড়ার পুষ্পাদি, ধুস্তুর ফল, বরণডালা ১, চণ্ডীপুস্তক । কুশণ্ডিক —বালি, কাষ্ঠ, পেঁকাটী, গোময়, গব্যস্তৃত V• পোয়া, আজ্যস্থালী (সর ) উডুম্বর-সমিধ, পূর্ণপাত্র, দধি । বিবাহকুশণ্ডিকা ।—পূৰ্ব্বোক্ত দ্রব্য, লাজ ( খই ), শমীপত্র, (শাইপাতা), বীরণপত্র (বেণাপাত ), সিন্দুব ১ ধান, রেক ১, ঘট ১, শিল, নোড়া, আম্রশাখা ১, জলপূর্ণ কুন্তু ১, স্বপ (কুল! ) ১, পুষ্প, তুলসী, তিল, হরীতকী, দক্ষিণ । গর্ভাধান।—ষষ্ঠর শাট ১, মার্কণ্ডেয়ের ধুতি ১ জোড়া, আসনাঙ্গুরীয় ২, মধুপর্কের বাটি ২ বটের ডাল ১, সিন্দুর, ঘট ১, আম্রশাখ ১, পঞ্চশস্ত, পঞ্চগব্য, জবাপুপ ১, ধুপ, দ্বীপ, নৈবেদ্য ২, কুচানৈবেদ্য ১, পুষ্প, দুৰ্ব্বা, তুলসী, বিল্বপত্র, তিল, হরীতকী, বর কন্যার নববস্ত্র, পঙ্ক কদলী ১, মিষ্টান্ন দ্রব্যাদি, পিটুলির পুত্তলিকা, পুরোহিত-দক্ষিণ । • পুংসবন —নান্দীমুখ পুৰ্ব্ববৎ, যঙ্গীয় উভুঘর ফল-স্তবক দুই দফা শ্বেতসর্ষপ, নিষপত্রাদি, আতপতঙুল, ধুতি, শাট, গামছা, তিল, হরীতকী, • পুপ, দুৰ্ব্বা, তুলসী, বিশ্বপত্র, ধুপ, দ্বীপ, মিষ্টান্ন ও উপকরণ দ্রব্যাদি, পুরোহিত-দক্ষিণ । . . . . ." 雕 鸟