পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

আন্-মনা

আন্-মনা গো, আন্‌-মনা,
তোমার কাছে আমার বাণীর মালাখানি আন্‌বো না।
বার্ত্তা আমার ব্যর্থ হবে, সত্য আমার বুঝ্‌বে কবে?
তোমারো মন জান্‌বোনা,
আন্-মনা গো আন্-মনা।
লগ্ন যদি হয় অনুকূল মৌন মধুর সাঁঝে
নয়ন তোমার মগ্ন যখন ম্লান আলোর মাঝে,
দেবো তোমায় শান্তসুরের সান্ত্বনা
আন্-মনা গো আন্-মনা॥


জনশূন্য তটের পানে ফির্‌বে হাঁসের দল;
স্বচ্ছ নদীর জল
আকাশ পানে র’ইবে পেতে কান,
বুকের তলে শুন্‌বে ব’লে গ্রহতারার গান;
কুলায়-ফেরা পাখী
নীল আকাশের বিরামখানি রাখ্‌বে ডানায় ঢাকি’;
বেণুশাখার অন্তরালে অস্তপারের রবি
আঁক্‌বে মেঘে মুছ্‌বে আবার শেষ বিদায়ের ছবি;