পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
১১৪

মাঙ্গল্যের মন্ত্র আনে—
“জয়, জয়, জয়।”

আমি যে সে প্রচণ্ডরে
ক’রেছি বিশ্বাস,—
তরীর পালে সে যে রে
রুদ্রেরি নিঃশ্বাস।
বলে সে বক্ষের কাছে,—
“আছে আছে, পার আছে,
সন্দেহ-বন্ধন ছিঁড়ি’, লহ পরিচয়।”
বলে ঝড় অবিশ্রান্ত—
“তুমি পান্থ, আমি পান্থ,
জয়, জয়, জয়॥”


যায় ছিড়ে, যায় উড়ে,—
ব’লেছিলি মাথা খুঁড়ে,—
“এ দেখি প্রলয়।”
ঝড় বলে, “ভয় নাই,
যাহা দিতে পারো, তাই
রয়, রয়, রয়।”
চ’লেছি সম্মুখ-পানে।
চাহিব না পিছু।