পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১২৫
শেষ

যামিনীর তন্দ্রাহীন দীর্ঘ-পথ ঘুরি’
প্রভাত-আকাশে চন্দ্র, করুণ মাধুরী
শেষ ক’রে যায় তা’র,
উদয়-সূর্য্যের পানে শান্ত নমস্কার।
যখন কর্ম্মের দিন
ম্লান ক্ষীণ,
গোষ্ঠে-চলা ধেনুসম সন্ধ্যার-সমীরে
চলে ধীরে আঁধারের তীরে—
তখন সোনার পাত্র হ’তে
কি অজস্র স্রোতে
তাহারে করাও স্নান অন্তিমের সৌন্দর্য্য-ধারায়?
যখন বর্ষার মেঘ নিঃশেষে হারায়
বর্ষণের সকল সম্বল,
শরতে শিশুর জন্ম দাও তা’রে শুভ্র সমুজ্জ্বল।—
হে অশেষ, তোমার অঙ্গনে
ভার-মুক্ত তা’র সাথে ক্ষণে ক্ষণে
খেলায়ে রঙের খেলা,
ভাসায়ে আলোর ভেলা,
বিচিত্র করিয়া তোলো তা’র শেষ বেলা।