পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
১৩০

সন্ধ্যা মম, কোন্ কথাটি প্রাণের কথা তব,
বলো, কী আমি কবো।
দিনের শেষে যে ফুল পড়ে ঝ’রে
তাহারি শেষ নিঃশ্বাসে কি বাঁশিটি নেবো ভরে?
অথবা ব’সে বাঁধিব সুর যে-তারা ওঠে রাতে
তাহারি মহিমাতে॥

সন্ধ্যা মম, যে পার হ’তে ভাসিল মোর তরী
গাবো কি আজি বিদায় গান ওরি?
অথবা সেই অদেখা দূর পারে
প্রাণের চিরদিনের আশা পাঠাবো অজানারে?
বলিব,—যত হারানো বাণী তোমার রজনীতে
চলিনু খুঁজে নিতে॥


আণ্ডেস্‌ জাহাজ, ৩০ অক্টোবর, ১৯২৪।