পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

বিদেশী ফুল

হে বিদেশী ফুল, যবে আমি পুছিলাম—
“কী তোমার নাম”,
হাসিয়া দুলালে মাথা, বুঝিলাম তবে
নামেতে কী হবে।
আর কিছু নয়,
হাসিতে তোমার পরিচয়॥

হে বিদেশী ফুল, যবে তোমারে বুকের কাছে ধ’রে
শুধালেম, বলো বলো মোরে
কোথা তুমি থাকো,
হাসিয়া দুলালে মাথা, কহিলে, “জানি না, জানি নাকো”।