পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

অন্তর্হিতা

প্রদীপ যখন নিবেছিলো,
আঁধার যখন রাতি,
দুয়ার যখন বন্ধ ছিলো,
ছিলো না কেউ সাথী।
মনে হ’লো অন্ধকারে
কে এসেছে বাহির দ্বারে,
মনে হ’লো শুনি যেন
পায়ের ধ্বনি কার,
রাতের হাওয়ায় বাজ্‌লো বুঝি
কঙ্কণ-ঝঙ্কার॥

বারেক শুধু মনে হ’লো
খুলি, দুয়ার খুলি।
ক্ষণেক পরে ঘুমের ঘোরে
কখন গেনু ভুলি’।
“কোন্ অতিথি দ্বারের কাছে
এক্‌লা রাতে ব’সে আছে?”
ক্ষণে ক্ষণে তন্দ্রা ভেঙে
মন শুধালো যবে,
ব’লেছিলেম আর কিছু নয়,
স্বপ্ন আমার হবে॥