বিষয়বস্তুতে চলুন

পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
১৫৬

মাঝ-গগনে সপ্ত-ঋষি
স্তব্ধ গভীর রাতে
জান্‌লা হ’তে আমায় যেন
ডাক্‌লো ইসারাতে।
মনে হ’লো, শয়ন ফেলে
দিই না কেন আলো জ্বেলে,
আলসভরে রইনু শুয়ে
হ’লো না দীপ জ্বালা।
প্রহর পরে কাট্‌লো প্রহর,
বন্ধ রইলো তালা॥


জাগ্‌লো কখন দখিন হাওয়া
কাঁপ্‌লো বনের হিয়া,
স্বপ্নে কথা-কওয়ার মতো
উঠ্‌লো মর্ম্মরিয়া।
যূথীর গন্ধ ক্ষণে ক্ষণে
মূর্চ্ছিল মোর বাতায়নে,
শিহর দিয়ে গেলো, আমার
সকল অঙ্গ চুমে।
জেগে উঠে আবার কখন্
ভ’র্‌লো নয়ন ঘুমে॥