বিষয়বস্তুতে চলুন

পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

আশঙ্কা

ভালোবাসার মূল্য আমায় দু’হাত ভ’রে
যতই দেবে বেশি ক’রে,
ততই আমার অন্তরের এই গভীর ফাঁকি
আপ্‌নি ধরা প’ড়্‌বে না কি?
তাহার চেয়ে ঋণের রাশি রিক্ত করি’
যাইনা নিয়ে শূন্য তরী।
বরং রবো ক্ষুধায় কাতর ভালো সে-ও,
সুধায় ভরা হৃদয় তোমার
ফিরিয়ে নিয়ে চ’লে যেয়ো॥

পাছে আমার আপন ব্যথা মিটাইতে
ব্যথা জাগাই তোমার চিতে,
পাছে আমার আপন বোঝা লাঘব তরে
চাপাই বোঝা তোমার পরে,
পাছে আমার এক্‌লা প্রাণের ক্ষুব্ধ ডাকে
রাত্রে তোমায় জাগিয়ে রাখে,
সেই ভয়েতেই মনের কথা কইনে খুলে;
ভুল্‌তে যদি পারো তবে
সেই ভালো গো যেয়ো ভুলে॥