পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

চঞ্চল

হায়রে তোরে রাখ্‌বো ধ’রে,
ভালোবাসা,
মনে ছিল সেই দুরাশা।
পাথর দিয়ে ভিত্তি ফেঁদে
বাসা যে তোর দিলেম বেঁধে
এলো তুফান সর্ব্বনাশা।
মনে আমার ছিল যে রে
ঘিরবো তোরে হাসির ঘেরে;—
চোখের জলে হ’লো ভাসা।
অনেক দুঃখে গেছে বোঝা
বেঁধে রাখা নয় তো সোজা,
সুখের ভিতে নহে তোমার
অচল বাসা॥

এবার আমি সব-ফুরানো
পথের শেষে
বাঁধ্‌বো বাসা মেঘের দেশে।
ক্ষণে ক্ষণে নিত্য নব
বদল কো’রো মূর্ত্তি তব
রঙ্-ফেরানো মায়ার বেশে।