পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

আকন্দ

সন্ধ্যা আলোর সোনার খেয়া পাড়ি যখন দিলো গগন পারে
অকূল অন্ধকারে,
ছম্‌ছমিয়ে এলো রাতি ভুবন-ডাঙার মাঠে
এক্‌লা আমি গোয়ালপাড়ার বাটে।
নতুন-ফোটা গানের কুঁড়ি দেবো ব’লে দিনুর হাতে আনি
মনে নিয়ে সুরের গুন্‌গুনানি
চ’লেছিলেম, এমন সময় যেন সে কোন্ পরীর কণ্ঠখানি
বাতাসেতে বাজিয়ে দিলো বিনা-ভাষার বাণী;
ব’ল্‌লে আমায় “দাঁড়াও ক্ষণেক তরে,
ওগো পথিক তোমার লাগি’ চেয়ে আছি যুগে যুগান্তরে।
আমায় নেবে চিনে।
সেই সুলগন এলো এত দিনে।
পথের ধারে দাঁড়িয়ে আমি, মনে গোপন আশা,
কবির ছন্দে বাঁধ্‌বো আমার বাসা।”
দেখা হ’লো, চেনা হ’লো সাঁঝের আঁধারেতে,
ব’লে এলেম, তোমার আসন কাব্যে দেবো পেতে।
সেই কথা আজ প’ড়্‌লো মনে হঠাৎ হেথায় এসে
সাগর-পারের দেশে,—