পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
২০৪

বীণা ফেলে এসেছি আমার
ওগো বীণ্-কার।
অস্ত-রবি গোধূলিতে
ব’লে গেলো পূরবীতে
আর তো অধিক নাই দেরি।
রাঙা আলোকের জবা
সাজিয়ে তুলেছে সভা,
সিংহদ্বারে বাজিয়াছে ভেরি।
সুদূর আকাশতলে
ধ্রুবতারা ডেকে বলে,
“তারে তারে লাগাও ঝঙ্কার।”
কানাড়াতে সাহানাতে
জাগিতে হবে যে রাতে,—
বীণা ফেলে এসেছি আমার॥


এলে নিয়ে শিখা বেদনার।
গানে যে বরিবো তা’রে,—
চাহিলাম চারিধারে,—
বীণা ফেলে এসেছি আমার,
ওগো বীণ্-কার।