পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
২১৮

হৃদয়ের বিজন পুলিনে।
দিবসের ধূলা এরে কিছুতে পারেনি কাড়িবারে,
সেই তব নিজ দান বহিয়া আনিনু তব দ্বারে,
তুমি লও চিনে॥


হে চরম, এরি গন্ধে তোমারি আনন্দ এলো মিশে,
বুঝেও তখন বুঝিনি সে।
তব লিপি বর্ণে বর্ণে লেখা ছিলো এরি পাতে পাতে,
তাই নিয়ে গোপনে সে এসেছিলো তোমারে চিনাতে,
কিছু যেন জেনেছি আভাসে।
আজিকে সন্ধ্যায় যবে সব শব্দ হ’লো অবসান
আমার ধেয়ান হ’তে জাগিয়া উঠিছে এরি গান
তোমার আকাশে॥


জুলিয়াে চেজারে জাহাজ, ১০ জানুয়ারি, ১৯২৫।