পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
২৩8

পথিক গগনে চাহ
বাড়িছে দিনের দাহ।
বাড়ে যদি দুখ  হবে না বিমুখ
নিবাবো না উৎসাহ।
ওরে, ওরে ভীত,  তৃষিত তাপিত
জয়-সঙ্গীত গাহ।
মাথার উপরে  খর রবি-করে
বাড়ুক দিনের দাহ।



কি করিবে চ’লে চ’লে
পথেই সন্ধ্যা হ’লে?
প্রভাতের আশে  স্নিগ্ধ বাতাসে
ঘুমাবো পথের কোলে।
উদিবে অরুণ  নবীন করুণ
বিহঙ্গ কলরোলে
সাগরের স্নান  হবে সমাধান
নূতন প্রভাত হ’লে।


(প্র—বৈশাখ, ১৩০৮)