পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৪১
শিবাজী-উৎসব

১১

মরে না মরে না কভু সত্য যাহা, শত শতাব্দীর
বিস্মৃতির তলে,
নাহি মরে উপেক্ষায়, অপমানে না হয় অস্থির,
আঘাতে না টলে।
যারে ভেবেছিল’ সবে কোন্‌কালে হ’য়েছে নিঃশেষ
কর্ম্ম - পরপারে,
এলো সেই সত্য তব পূজ্য অতিথির ধরি’ বেশ
ভারতের দ্বারে।

১২



আজো তা’র সেই মন্ত্র, সেই তা’র উদার নয়ান
ভবিষ্যের পানে
এক-দৃষ্টে চেয়ে আছে, সেথায় সে কী দৃশ্য মহান্
হেরিছে কে জানে।
অশরীর হে তাপস, শুধু তব তপোমূর্ত্তি ল’য়ে
আসিয়াছ আজ,
তবু তব পুরাতন সেই শক্তি আনিয়াছ ব’য়ে,
সেই তব কাজ।