পাতা:পূরবী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৪৯
গানের সাজি

বাসনা জাগে নিভৃতে চিতে
সে সব দান ফিরায়ে দিতে
আমার দিন-শেষের গীতে;
সফল তা’রে করো সে।
গানের সাজি খোলো গো আজি
করুণ কর-পরশে।

রসে বিলীন সে সব দিন
ভ’রেছে আজি বরণ ডালা
চরম তব বরণে।
সুরের ডোরে গাঁথনি ক’রে
রচিয়া মম বিরহ মালা
রাখিয়া যাবো চরণে।
একদা তব মনে না র’বে,
স্বপনে এরা মিলাবে কবে,
তাহারি আগে মরুক তবে
অমৃতময় মরণে
ফাগুনে তোরে বরণ ক’রে
সকল শেষ বরণে॥


(ফাল্গুন, ১৩৩০)