পাতা:পৃথিবী.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[৪৮]

রাশিতে উদয় হইত, এখন ঐ দিন মীনরাশি ব্যতিক্রম করিতেও সূর্য্যের ১০ ডিগ্রি বাকি থাকে। এই রূপে ক্রমেই সূর্য্য পিছাইয়া উদয় হইতে হইতে ২৫৮৬৮ বৎসরে সেই একই নক্ষত্রে উদয় হইবে।

 ক্রান্তিপাত সচল বলিয়া পৃথিবী যেরূপ আবার ক্রমে বেঁকিয়া পেঁকিয়া চলিতেছে, অর্থাৎ তাহরি ইহাতে যেরূপ এক মৃদুগতি হইতেছে, তাহা দ্বারা অয়নমণ্ডল ক্রমশই অবার ত ধীরে ধীরে পরিবর্ত্তিত হইতেছে। এই কক্ষ পরিবর্তন গতি রাই। পৃথিবীর আর যে একটি বৎসর উৎপন্ন হয়, তাকে সৌরব্যব্ধান বৎসর (aulnalistic Year) নামে উল্লেখ করা গেল। পৃথিবীর কক্ষের যে কি সূর্য্য হইতে সাপেক্ষ। নিকট, সেই বিন্দু হইতে আরম্ভ করিয়া আমার সর্ব্বাপেক্ষা নিকটস্থ বিন্দুতে ফিরিয়া অসিল্যে এই বৎসর পূর্ণ হয়। কক্ষ অপরিবর্তিত থাকিয়া এই বিন্দুটি যদি অচল থাকিত তাহা হইলে সৌর ব্যবধান ও নক্ষত্র বৎসরের পরিমাণ সমান কিন্তু পৃথিবী এমন একটি মৃদু গতিতে তাহার অয়নমণ্ডল পরিবর্তন করে যে এই হেতু পৃথিবীর কক্ষের এক অবস্থা হইতে পুনরায় সেই অবস্থায় ফিরিয়া আসিতে ১০ ৮০০০ এক লক্ষ আট হাজার বৎসর লাগে।