পাতা:পৃথিবী.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ চিত্র। উপরের চিত্রে দেখা যাইতেছে, পৃথিবী আয়নমণ্ডলের .ক বিন্দুতে আসিলে সৰ্ব্বাপেক্ষ স্বর্ঘ্যের নিকটে ও খ বিন্দুতে আসিলে সৰ্ব্বাপেক্ষ স্বৰ্য্য হইতে দূরে পড়ে কিন্তু পৃথিবীর কক্ষ-পরিবর্তন গতি দ্বারা ৫৪০০০ বৎসরে অয়নমণ্ডলটি সম্পূর্ণ রূপে ঘুরিয়া গিয়া খ বিলুটি স্বর্ঘ্যের নিকটে ও ক বিন্দুটি স্বর্ঘ্য হইতে দূরে পড়িবে, এবং আবার ৫৪০০০ হাজার বৎসরে ক বিন্দু স্তুৰ্য্যের নিকটস্থ হইয়া খ বিন্দু দূরে যাইবে। এই রূপে ১০৮০০০ বৎসরে পৃথিবীর কক্ষ এক অবস্থা হইতে পুনরায় পূৰ্ব্বাবস্থায় ফিরিয়া আসিবে। ভাই। কিরূপে হয় এইবার দেখা যাউক । উপরে পৃথিবীর কক্ষ যেরূপ ভাবে রাখা হইয়াছে পৃথিবী স্থির স্বর্ঘ্যের চারিদিকে ঐরূপে ঘুরিতে ঘুরিতে ক্রমশঃ সরিয়া ভিন্ন পথে চলে, ইহাতে তাহার কক্ষের আকৃতি ক্রমশঃ পঞ্চম চিত্রের ন্যায় হইয় পড়ে,