পাতা:পৃথিবী.djvu/১১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ৫৯ ]

হয়। আধুনিক জ্যোতির্ব্বিদগণ দুরবীণ পরীক্ষা দ্বারা হারশেলের এই মতের পোষকতা করিয়াছেন।

 লাপ্লাস আবার সৌরজগতের গতির আশ্চর্য্য সামঞ্জস্য দেখিয়া তাহার কারণ নির্দেশ করিতে গিয়া বলেন যে, যে আকাশে অখন গ্রহ উপগ্রহ সকল অবস্থিত তাহা এক সময় কেবল মাত্র জ্বলন্ত বাষ্প রাশি দ্বারা পূর্ণ ছিল। কাস্টের ন্যায় লাপ্লাস কল্পনা করেন না যে, সর্বাগ্রে আকাশমণ্ডল বিশৃঙ্খল বাষ্পময় পদার্থ সমষ্টিতে ব্যাপ্ত ছিল, ক্রমে তাহা হইতে সৌরজগৎ অভিব্যক্ত হইয়াছে। তাঁহার মতে সৌর জগতের আদিম অবস্থায় বিশাল, জ্বলন্ত, গোলাকার বাষ্পরাশি আকাশে ব্যাপ্ত ছিল। সেই বাষ্পরাশি একটি আবর্তন-শলাকা অবলম্বন করিয়া নিজের চারিদিকে ঘুরিত। ক্রমে ক্রমে এই উত্তপ্ত বাষ্পরাশি শীতল হইয়া কেন্দ্রাভিমুখে সঙ্কুচিত হইতে লাগিল। সঙ্কোচন অনুসারে সকল ঘূর্ণন পদার্থের গতির বেগ বৃদ্ধি হইয়া তাহার কেন্দ্রাতিগ শক্তি বাড়ায়। ঘূর্ণমান গোলকের কটীদেশের গতি সর্ব্বাপেক্ষা অধিক সুতরাং থাকার কেন্দ্রাতিগ শক্তি ও সর্ব্বাপেক্ষা অধিক। একটা ঘূর্ণমান গোলকের প্রত্যেক অংশের কেন্দ্রাতিগ শক্তি এবং সেই প্রত্যেক অংশের উপর তাহার মাধ্যাকর্ষণ শক্তি যতদিন পর্যন্ত সমান থাকে ততদিন সেই গোলকের প্রত্যেক অংশ পূর্ব্ববৎ অবিচ্ছিন্ন ভাবে ঘুরিতে থাকে,