পাতা:পৃথিবী.djvu/১২৭

উইকিসংকলন থেকে
পরিভ্রমণে চলুন অনুসন্ধানে চলুন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

[৭৪]

মহাদেশ সৃষ্ট হইয়াছে তাহার ইয়ত্তা নাই। এখন আমরা যে সকল দেশ মহাদেশ দেখিতেছি, এইরূপ কত দেশ আবার সমুদ্রগর্ভে ডুবিয়া গিয়াছে, তাহারও স্থির নাই। পার্বত্য গ্রিক উপদ্বীপ অ্যাটিক যে এককালে ভূমধ্য সাগর পর্যন্ত বিস্তৃত, নানা বৃক্ষ-সমাকুল বনপূর্ণ একটি দেশ ছিল—তাহার অনেক প্রমাণ পাওয়া যায়। ভূবেত্তাগণ বলেন তাহা নহিলে ততস্থানীয় সমুদ্রস্তরে এত বৃহৎ জন্তুর দেহাবশেষ কোথা হইতে আসিবে? ভূবেত্তাগণ নানা কারণ দেখাইয়া বলেন যখন হিমালয় সমুদ্রগর্ভে নিহিত ছিল তখন ভারতবর্ষ মাডাগাস্কার-দ্বীপ ও মধ্যআফ্রিকা সংযুক্ত ছিল এবং ইহার পূর্ব্বে এক সময় উক্ত দেশ ভারতসাগরের দ্বীপপুঞ্জ ও অষ্টেলেসিয়া এবং আমেরিকা ও ইয়োরোপ যে যুক্ত ছিল তাহার সন্দেহ নাই।

 যে সকল পদার্থে ভূপঞ্জর গঠিত হইয়াছে, তাহা তিন শ্রেণীতে ভাগ করা হয়।

 প্রথম—উৎপাত-জনিত মৃত্তিকা (Eruptive rocks)* অর্থাৎ যে সকল তরল পদার্থ সকল যুগেই মাঝে মাঝে ভূগর্ভ হইতে সলে নিঃত হইয়া পূর্ববর্তী স্তরে মধ্যে


  • প্রস্তর এতু কম ইত্যাদি যত প্রকার পদার্থে পৃথিবী-পঞ্জর গঠিত তাহার সমস্তই মৃত্তিকা নামের বাচ্য হইবে।