পাতা:পৃথিবী.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[৭৫]

প্রবেশ করিয়াছে, তাহা উৎপাত-জনিত মৃত্তিকা। এ মৃত্তিকা ভূপৃষ্ঠের অন্যান্য পদার্থ হইতে বিভিন্ন বটে কিন্তু দ্বিতীয় শ্রেণীর মৃত্তিকার মত স্ফটিকাকুতি দানাদার (fystallinc)। রাজমহল-পাহাড়ে ও আসানসোলের ডাক বাংলার নিকট এবং অন্যান্য স্থানে এই জাতীয় মৃত্তিকা দেখিতে পাওয়া যায়।

 দ্বিতীয়—মূল মৃত্তিকা। যে উত্তপ্ত পদার্থ সর্ব্বপ্রথমে শীতল হইয়া পৃথিবীর আবরণ সৃষ্টি করিয়াছিল, (যাহা আমরা পৃথিবীর উৎপতিতে বরফের দৃষ্টান্তে উত্তপ্ত ভূগর্ভের উপর জমাট বাঁধতে দেখিয়া আসিয়াছি, সেই সর্ব্বপ্রথমের মৃত্তিকা পরে রূপান্তরিত হইয়া স্ফটিকাকৃতি দানাদার হইয়াছে। এই মৃত্তিকাকেই মৌলিক মৃত্তিকা (Fundamental gheiss কহা যায়। এই মৃত্তিকা হাজারিবাগ, ছোটনাগপুর প্রভৃতি ভারতবর্ষের অধিকাংশ স্থানে প্রাপ্তব্য।

 পর্ব্বত প্রভৃতি যে সকল স্থানে স্তরাবলী পর্য্যায়ক্রমে মূল দেশ পর্যন্ত অনুসন্ধান করিতে পারা যায় সেখানে সর্বশেষ স্তরে ইহা অবস্থিত বলিয়া এই মৃত্তিকা সর্বপ্রথম উৎপন্ন স্থির করা যায়।

 তৃতীয়—স্থিতান মৃত্তিকা (Sendimetary Rocks)। নানা প্রকার ধাতব ও আকরিক পদার্থ যা সমুদ্রে স্থিতা ইয়া স্থিতাইয়া স্থল উৎপন্ন করিয়াছে—তাহাকেই স্থিতান